Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার নেটফ্লিক্সের ছবিতে কাজল


১১ অক্টোবর ২০১৯ ১৪:০৮

প্রিয়াঙ্কা চোপড়ার পরে বলিউডের আরেক নামজাদা অভিনেত্রী কাজ করতে যাচ্ছেন নেটফ্লিক্সের সিনেমায়। আর তিনি হলেন কাজল। এক সময়ের প্রথম সারির অভিনেত্রী কাজলের এবার ডেবিউ করছেন নেটফ্লিক্সে।

ছবিটি পরিচালনা করবেন অভিনেত্রী রেণুকা সাহানে। ছবির নাম ‘ত্রিভঙ্গ’। ছবিতে রয়েছেন কুণাল রায় কাপূর, মিথিলা পালকার ও তন্বী আজ়মি। প্রসঙ্গত, ‘দুশমন’ ছবিতে তন্বী ও কাজলের জুটি দর্শকের পছন্দ হয়েছিল।

বিজ্ঞাপন

‘ত্রিভঙ্গ’ ছবির অন্যতম প্রযোজক অজয় দেবগন। ছবির শুটিং হবে মুম্বাইয়ে। তিন প্রজন্মের তিন গুরুত্বপূর্ণ নারী চরিত্রকে ঘিরে এগিয়ে যাবে ছবির গল্প। গল্পের টাইমলাইন আশির দশক থেকে বর্তমান পর্যন্ত।

রেণুকা সাহানে নাম শুনে চেনাটা কঠিন। তেবে যারা সালমান-মাধুরী জুটির ‘হাম আপকে হ্যায় কৌন’ ছবিটি দেখেছেন বা শুধু ‘দিদি তেরা দেবার দিউয়ানা’ গানটি শুনেছেন তারা চিনতে পারেন তাকে। ছবিতে মাধুরীর বড় বোন, সালমানের ভাবি চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনিই রেণুকা সাহানে।

প্রথম বার ছবি পরিচালনা প্রসঙ্গে রেণুকা বলেছেন, ‘সুযোগটা পেয়ে খুব খুশি। নেটফ্লিক্সে‌র দৌলতে সারা বিশ্বের দর্শককে ছবি দেখাতে পারব।’ এই প্রজেক্টের হাত ধরে ডিজিটাল মাধ্যমে সূচনা করছে করছে অজয়ের প্রযোজনা সংস্থাও। কাজলকে শেষ দেখা গিয়েছিল প্রদীপ সরকারের ‘হেলিকপ্টার ইলা’য়।

কাজল নেটফ্লিক্স সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর