Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফল প্রেমিক সজল


৯ অক্টোবর ২০১৯ ১৩:৩১

আরমানের প্রেম ভাগ্য খুবই খারাপ। কোনও মেয়েকেই বাগে আনতে পারেনা। শেষে হতাশ হয়ে সে সিদ্ধান্ত নেয়, আর প্রেম নয়। কোনোভাবে একটা চাকরী ম্যানেজ করে একবারে বিয়ে। এসময় আরমানের সাহায্যে এগিয়ে আসে এক বন্ধু। হতাশ হতে মানা করে। প্রেমিক হিসেবে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগায়। একবার না পারিলে দেখো শতবার।

আরমানকে বিশ্বের বিভিন্ন মনীষীদের একাধিকবার ব্যর্থতার পরের সফল হওয়ার গল্প শোনায় তার বন্ধু। আরমানকে সাথে নিয়ে রাস্তার একটা বইয়ের দোকানে যায়। সেখান থেকে একটা ‘সফল প্রেমিক’ নামে বই কিনে দেয়। আরমান বাসা এসে বই পড়তে শুরু করে। নতুন করে আবার প্রেমের স্বপ্নে বিভোর হয়ে ওঠে সে।

বিজ্ঞাপন

নতুন স্বপ্ন নিয়ে মল্লিকার ওপর এক্সপেরিমেন্ট চালায় আরমান। মল্লিকাকে সে আবার ট্রাই করে। এক সময় আরমান বুঝতে পারে নতুন তরিকায় কাজ হচ্ছে।
কিন্তু প্রেম কি কোনো পাটিগণিত নাকি এলজেব্রা যে সব সময় সূত্র মেনে চলবে! তাই গল্প মোড় নেয় আবার ভিন্ন দিকে।

এমনি গল্পে তৈরি হয়েছে নাটক ‘সফল প্রেমিক’। আশরাফুজ্জামান বাবু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন মনজুরুল হক মনজু। সম্প্রতি এর চিত্রধারন শেষ হয়েছে। নাটকটিতে প্রেমিক আরমান চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক সজল। আর তার প্রেমিকা মল্লিকা চরিত্রে আছেন নাদিয়া মিম।

‘সফল প্রেমিক’ নাটকটি একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।

নাদিয়া মিম সজল সফল প্রেমিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর