Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাবার ছবিতে ‘বোম্বে গার্ল’ জাহ্নবী


৯ অক্টোবর ২০১৯ ১২:২৬

বাবা বনি কাপুর ও মেয়ে জাহ্নবী কাপুর

বাবা বলিউডের বিখ্যাত প্রযোজক। কিন্তু এতদিন বাবার কোনো ছবিতে কাজ করা হয়নি তার। অবশেষে মিললো সেই সুযোগ।

প্রথমবারের মতো বাবা বনি কাপুরের প্রযোজিত ছবিতে অভিনয় করতে চলেছেন শ্রীদেবী-বনির বড় মেয়ে জাহ্নবী কাপুর। ছবির নাম ‘বোম্বে গার্ল’। ছবিটি পরিচালনা করছেন ‘স্ট্রাইকার’ খ্যাত পরিচালক সঞ্জয় ত্রিপাঠি।

ছবিতে জাহ্নবীর চরিত্রটি কীরকম? সংবাদ মাধ্যমের পক্ষ থেকে প্রযোজক বনির কাছে জানতে চাওয়া হয়েছিল। জবাবে বনি জানান, ছবিতে জাহ্নবীর চরিত্রটি এ যাবত সে যত চরিত্রে অভিনয় করেছে তার থেকে একেবারেই আলাদা। তিনি আরও জানান, ছবিটি নিয়ে তিনি বেশ এক্সাইটেড।

প্রথমবার মেয়ের সঙ্গে কাজ করার অনুভূতিও প্রকাশ করেছেন বনি। বলেছেন, ‘সব বাবা-মায়ের কাছে এটা খুবই ইমোশনাল জার্নি। আমার বেলায়ও তাই। অর্জুনের সঙ্গেও যখন প্রথমবার এক সঙ্গে কাজ করেছিলাম, একই রকম অনুভূতি হয়েছিল।’

‘বোম্বে গার্ল’ ছবির গল্প সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি এখনো। ভাসা ভাসা খবর, এক নিউ-এজ টিনেজারকে নিয়েই গল্প বলবে এই ছবি। সব কিছু ঠিক থাকলে ২০২০ সালের জানুয়ারিতে ছবির শুটিং শুরু হবে।

জাহ্নবী বর্তমানে ‘রুহি আফজা’ ছবি নিয়ে ব্যস্ত সময় পাড় করছেন। ছবিতে রাজকুমার রাও-এর বিপরীতে দেখা যাবে তাকে।

অর্জুন কাপুর জাহ্নবী কাপুর বনি কাপুর বলিউড বোম্বে গার্ল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর