নৃত্যে মনযোগী কঙ্গনা
৭ অক্টোবর ২০১৯ ১৫:৫০ | আপডেট: ৭ অক্টোবর ২০১৯ ১৫:৫৯
অভিনয়ে দ্যুতি ছড়িয়েছেন আগেই। এবার নাচে মাত করতে চাইছেন কঙ্গনা রানাউত। আর সেজন্য ভারতনাট্যম শেখা শুরু করেছেন তিনি। এর পেছনে অবশ্য কারণও আছে।
তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে অভিনয় করবেন কঙ্গনা। আর এই চরিত্রের জন্য তাকে ভারতনাট্যম শিখতে হচ্ছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কঙ্গনা ভারতনাট্যম প্রশিক্ষণের একটি ভিডিও প্রকাশ করেছেন। মূহুর্তেই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়।
গত মাসে আমেরিকায় পাড়ি দিয়েছেন কঙ্গনা। সেখানে বিখ্যাত মেকআপ আর্টিস্ট জেসন কোলিন্সের সহায়তায় নিজেকে জয়ললিতার মতো করে গড়ে তুলতে কাজ করে চলেছেন।
জানা গেছে, জয়ললিতার রূপ ধারণ করতে কঙ্গনাকে প্রস্থেটিক মেকআপ দেওয়া হবে। আর তা করতে জেসন কোলিন্সের টিম ইতিমধ্যেই শুরু করেছেন।
এদিকে জয়ললিতার মতো একজন অভিনেত্রী এবং পরবর্তীতে জনপ্রিয় নেত্রীর চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কঙ্গনা। নিজের জন্মদিনে কঙ্গনা বায়োপিক ছবিতে অভিনয়ের ঘোষণা দেন।