Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অমিতাভ-কাজল-রানীদের পূজা উদযাপন


৬ অক্টোবর ২০১৯ ১৮:১৩

দুর্গা পূজার আনন্দে মেতেছে বলিউডবাসী। ভক্ত-দর্শক, পরিবার-বন্ধুদের সঙ্গে পূজার আনন্দে মেতেছেন তারা।

রোববার (৬ অক্টোবর) পূজার অস্টমির দিন। এদিন উত্তর মুম্বাইয়ের সার্বজনীন দুর্গা পূজা প্যান্ডেলে দেখা গেল অমিতাভ বচ্চন, জয়া বচ্চনদের। সঙ্গে ছিলেন কাজল ও তার ছেলে সন্তান যুগ। আরও ছিলেন রানী মুজার্জি।

পূজার প্রথা-আচার শেষে সবাইকে মুখার্জি পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আড্ডা দিতেও দেখা গেছে। এটা তো অনেকেরই জানা যে কাজল ও রানী-দুজনে কাজিন। কিন্তু অনেকে হয়ত জানেন না, এই দুই অভিনেত্রীর আরেক পরিচালক কাজিন হলেন অয়ন মুখার্জি। যিনি ‘ইয়ে যাওয়ানি হ্যায় দিউয়ানি’ সিনেমা পরিচালনা করে নাম কামিয়েছেন।

পূজা মন্ডপে রানী, কাজলের বাঙালি সাজ সবাইকে মুগ্ধ করেছে। অমিতাভ ও জয়া বচ্চনের সাজ ছিল বয়সের সঙ্গে মানানসই।

অমিতাভ বচ্চন কাজল পূজা রানী মুখার্জি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর