Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেতন শেখ’কে নিয়ে জয় শাহরিয়ারের নতুন গান


৪ অক্টোবর ২০১৯ ১৬:৫১

জয় শাহরিয়ারের কথা ও সুরে কেতন শেখ’র নতুন গান ‘উচাটন মন’। সম্প্রতি প্রকাশ পেয়েছে গানটি। আজব রেকর্ডসের প্রযোজনায় গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে আজব কারখানা। পরিচালনা করেছেন বর্ণ চক্রবর্তী। ভিডিও তে মডেল হিসেবে ছিলেন শিল্পী নিজে ও জান্নাত। সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন সাফায়েত বাঁধন।

গান নিয়ে শিল্পী বলেন, ‘উচাটন মন একটি ভালোবাসার গান। সহজ সরল কথা ও সুরে চেষ্টা করেছি গায়ক হিসেবে আমার সর্বোচ্চটা দিতে। আশা করি শ্রোতাদের কাছে ভালো লাগবে।’

বিজ্ঞাপন

এ প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘কেতন ভাইয়ের জন্য আমার দ্বিতীয় কাজ এটা। প্রথম কাজের জন্য সবার ভালোবাসা পেয়েছি। আশা করছি ভালোবাসা পাওয়ার ধারাবাহিকতা এবারও বজায় থাকবে।’

উল্লেখ্য,  আজব রেকর্ডসের ইউটিউব চ্যানেলে ‘উচাটন মন’ এর মিউজিক ভিডিও দেখতে পারবেন সবাই।

কেতন শেখ গান জয় শাহরিয়ার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর