Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজী শুভ-মেরী’র নতুন গান ‘ফাঁকি’


২ অক্টোবর ২০১৯ ১৪:২২

কাজী শুভ। নিজস্ব গায়কী আর সুরেলা গানে মুগ্ধ করেছেন শ্রোতাদের। আধুনিক গানের পাশাপাশি ফোক গানেও রয়েছে তার অনবদ্য বিচরণ। নিজে যেমন ভিন্ন ধারার গান গেয়ে মানুষকে মুগ্ধ করেছেন তেমনি তার সঙ্গে গান গাওয়ার সুযোগ দিয়ে অনেক প্রতিভাবানদের তুলে এনেছেন তিনি।

এরই  ধারাবাহিকতায় এই শিল্পী নতুন একটি গান বাঁধলেন  নবীন কণ্ঠশিল্পী মেরীর সঙ্গে। গানের শিরোনাম ‘ফাঁকি’। রবিউল ইসলাম জীবনের ছন্দ কথায় গানটিতে সুরও দিয়েছেন কাজী শুভ। আর সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

বিজ্ঞাপন

বিকাশ সাহার ভিডিও নির্দেশনায় এতে মডেল হিসেবে আছেন সুপ্ত এবং আফরিন অমি। থাকছে মেরী এবং কাজী শুভ’র উপস্থিতিও।

নতুন এই গান নিয়ে কাজী  শুভ বলেন, ‘ফাঁকি একটি ধুমধারাক্কা গান। গানের সঙ্গে মিল রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। মেরী অনেক ভালো গায়। ও ক্ষুদে গানরাজ এ ২য় রানার আপ হয়েছিল। ওর গলায় অন্য রকম একটা টোন আছে, যা আমি কাজে লাগাতে চেয়েছি। আশা করছি গানটি শ্রোতাদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে ৩ অক্টোবর মুক্তি পাবে গানটির ভিডিও।

কাজী শুভ মেরী সংগীত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর