শিল্পী সমিতির নির্বাচন: মনোনয়ন কিনল দুই প্যানেল
১ অক্টোবর ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ১৭:০৮
চলচ্চিত্রের শিল্পীদের সংগঠন চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন ২৫ অক্টোবর। নির্বাচনকে সামনে রেখে চলছে নির্বাচনী প্রক্রিয়া। মঙ্গলবার (১ অক্টোবর) নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে দুটি প্যানেল।
মঙ্গলবার দুপুরে শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল। আর বিকালে মনোনয়ন পত্র সংগ্রহ করে মৌসুমী-ডিএ তায়েব প্যানেল।
মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন এবারও। অন্যদিকে নতুন প্যানেলে মৌসুমী সভাপতি এবং ডিএ তায়েব নির্বাচন করবেন সাধারণ সম্পাদক পদে।
৩ অক্টোবর দুপুর ১২টা থেকে বিকেল ৫টার মধ্যে নির্বাচন জমা দিতে হবে মনোনয়নপত্র। ৪ অক্টোবর বিকেল ৫টায় প্রকাশ করা হবে প্রার্থীদের খসড়া তালিকা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। ওই দিনই প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এবার নির্বাচনে মোট ৪৪৯ জন ভোটার ভোট দেবেন।
২৪ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই বছরের মেয়াদ শেষ হয়। মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে হিসাবে ২৪ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও তা হয়নি। এবারের নির্বাচিতরা শিল্পী সমিতির দায়িত্ব পালন করবেন ২০১৯-২০২১ সাল মেয়াদে।