Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাপ-পূণ্য ছবির শুটিং শেষ, শেষ হচ্ছে সেলিমের ‘লাভ ট্রিলজি’


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৯

ইতিহাস তৈরি করা দেশিয় সিনেমা ‘মনপুরা’ খ্যাত পরিচালক গিয়াস উদ্দিন সেলিমের নতুন সিনেমা ‘পাপ-পূণ্য’। আর এই ছবির মাধ্যমে শেষ হচ্ছে সেলিমের ভালোবাসার ট্রিলজি।

গিয়াস উদ্দিন সেলিমের প্রথম ছবি ‘মনপুরা’ মুক্তি পায় ২০০৯ সালে। দ্বিতীয় সিনেমা ‘স্বপ্নজাল’ মুক্তি পায় ২০১৮ সালে। সম্প্রতি শেষ হয়েছে তৃতীয় সিনেমা ‘পাপ-পূণ্য’ ছবির শুটিং। আর এই শুটিং শেষ করে সেলিম জানালেন ‘পাপ-পূণ্য’ ছবিটি তার ভালোবাসার ট্রিলজি’র শেষ অংশ।

বিজ্ঞাপন

আগের দুই সিনেমায় সেলিম দেখাতে চেয়েছেন ভালোবাসার ভিন্ন ভিন্ন স্তর। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সেলিম বলেন, ‘আমি দশ-বারো বছর ধরে সিনেমা বা নির্মাণের সঙ্গে যুক্ত আছি। মনপুরা ও স্বপ্নজালের মাধ্যমে ভালোবাসার যে বক্তব্য আমি তুলে ধরার চেষ্টা করেছি, তা পাপ-পূণ্য সিনেমার মাধ্যমে পূর্ণতা পাবে।’

এই ট্রিলজি’র পর নতুন কোনো গল্পে, নতুন ঢংয়ে গল্প বলবেন সেলিম-ভিডিও বার্তায় তেমনটাই জানালেন তিনি।

২৬ আগস্টে চাঁদুপরে শুরু হয় গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পূণ্য’ ছবির শুটিং। ছবিতে অভিনয় করেছেন আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, ফজলুর রহমান বাবু, চুমকি, সিয়ামসহ অনেকে।

মানুষের মৌলিক তাড়না সিনেমাটির বিষয়বস্তু।

গিয়াস উদ্দিন সেলিম পাপ-পূণ্য লাভ ট্রিলজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর