Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহরুখ খানের জমজ ভাই!


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৫ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৬

হঠাৎ জর্ডানে কী করছেন শাহরুখ খান! দেখলে এমনই মনে হতে পারে। যেমনটা মনে করছেন শাহরুখ খানের ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব হয়ে গেছে শাহরুখ খানকে নিয়ে।

কিন্তু যে শাহরুখ খানকে নিয়ে এত আলোচনা তিনি আসল শাহরুখ নন। কিন্তু দেখতে অবিকল শাহরুখ খানের মতো। বাড়ি তার জর্ডান। পেশায় ফটোগ্রাফার সেই মানুষটির নাম আকরাম আল-ইসওয়াই।

শাহরুখ ভক্তরা আকরামের ছবি শেয়ার করেছেন, সঙ্গে ক্যাপশনে লিখেছেন- এখন থেকে ২০ বছর পরে শাহরুখ খান দেখতে এমন হবে। আরেক ভক্ত লিখেছেন-শাহরুখ খানের হারিয়ে যাওয়া জমজ ভাই।

আকরাম আল-ইসওয়াই নিজেও জানেন তাকে দেখতে শাহরুখ খানের মতো। শাহরুখ খানের মতো পোজ দেওয়া কিছু ছবিও আছে তার। তাকে প্রথম দেখে অনেকেই ভুল করেন শাহরুখ খান ভেবে। এমনকী তাকে অতিথি করে জর্ডানের আল আরাবিয়া চ্যানেলে অনুষ্ঠানও করা হয়েছে।

তবে আকরাম জানিয়েছেন যে, ‘দেখতে একই রকম’ বিষয়টি তার পছন্দ না।

বলিউড শাহরুখ খান সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর