Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০০০ পর্বে একাত্তর সকাল


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪২

দিনের শুরুতেই দিন শেষের খবর নিয়ে আয়োজন একাত্তর সকাল। ছয় বছর আগে থেকে প্রতিদিন সকাল আটটায় নানা নীতি নির্ধারনী বিষয় নিয়ে একাত্তর টেলিভিশনে নিয়মিত প্রচার হচ্ছে অনুষ্ঠানটি।

আসছে ২ অক্টোবর, বুধবার প্রচার হবে একাত্তর সকালের ২০০০তম পর্ব। শুরু থেকেই সংবাদ শিরোনামের পাশাপাশি দৈনিক পত্রিকায় প্রকাশিত জাতীয় ও স্থানীয় প্রধান প্রধান খবর, খবরের পর্যালোচনা ও জনসাধারণের মতামত নিয়ে সাজানো হয় অনুষ্ঠানটি। সঙ্গে থাকে অতিথি বিশেষজ্ঞ মতামত।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি প্রযোজক একাত্তর টেলিভিশনের সিনিয়র বার্তা প্রযোজক মাজহারুল মাসুম। আর উপস্থাপনা করেন ফরহানা রহমান, তানয়িা রহমান,রুবাইয়াৎ অদিতি,রাকিব হাসান ও নিলুফা জাহান তিথী।

একাত্তর টিভি. একাত্তর সকাল