এক সপ্তাহ পেছালো শিল্পী সমিতির নির্বাচন
২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৯
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল ১৮ অক্টোবর। তফসিলেই তাই ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই তারিখের পরিবর্তন হয়েছে। শিল্পী সমিতির নির্বাচনের নতুন তারিখ ২৫ অক্টোবর, শুক্রবার। রোববার (২৯ সেপ্টেম্বর) সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন শিল্পী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
তিনি সারাবাংলাকে বলেন, ‘আমরা নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দিয়েছি। সবার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যে তারিখ ঘোষণা করা হয়েছিল, সেই সময়ে আমার সরকারি কিছু কাজে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। তাই নির্বাচনের তারিখ এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে।’
বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন। ইন্ডাস্ট্রির খবর, গতবারের মতো এবারও এক প্যানেল থেকে নির্বাচন করবেন মিশা সওদাগর ও জায়েদ খান। আর প্রতিদ্বন্দী প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৌসুমী ও ডিএ তায়েব।
তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা এবং মনোনয়ন জমা না দেওয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়।