Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরে অস্ট্রেলিয়ায় ‘সাপলুডু’


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৪

মহাসমারোহে চলছে ‘সাপলুডু’। ২৭ সেপ্টেম্বর দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। এরমধ্যেই খবর, দেশের বাইরে প্রদর্শিত হতে যাচ্ছে ‘সাপলুডু’।

গোলাম সোহরাব দোদুল পরিচালিত আরিফিন শুভ, বিদ্যা সিনহা মিম অভিনীত ছবিটি  ১২ অক্টোবর দুপুর ১২ টায় অস্ট্রেলিয়ার ব্যাংকসটাউন হোয়াইটস সিনেমা হলে প্রদর্শিত হবে।

সাপলুডু নিয়ে প্রবাসী বাংলাদেশিদের আগ্রহের কারণে যৌথভাবে ঈগল এন্টারটেইনমেন্ট এর সাবিবর চৌধুরী, স্বদেশ এন্টারটেইনমেন্ট এর ফয়সাল আজাদ, দ্যা লুক এর সালমিন তানহা এবং ক্রেইজি টিকেটস এর ওয়াহিদ সিদ্দিকী অস্ট্রেলিয়ায় ছবিটি পরিবেশনার দায়িত্ব নেন।

এ ব্যাপারে সাব্বির চৌধুরী জানান, আপাতত একটি শো করার পরিকল্পনা করেছি। তবে দর্শকের সাড়া পেলে মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিজবেন এবং এ্যডিলেট শহরেও ছবিটি দেখানোর ইচ্ছা আছে।

অস্ট্রেলিয়া ছাড়াও সাপলুডু ছবিটি মুক্তির কথা চলছে কানাডা, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

ছবিতে আরও অভিনয় করেছেন জাহিদ হাসান, তারিক আনাম খান, সালাহউদ্দিন লাভলু, রুনা খানসহ অনেকে।

অস্ট্রেলিয়া সাপলুডু সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর