ক্যাসিনো ইস্যুতে মুক্তি পেছাল ‘শাহেনশাহ’র
২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৫ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৫
আবারও ঝুলে গেলো ‘শাহেনশাহ’ ছবির ভাগ্য। পূর্বনির্ধারিত ৪ অক্টোবর তথা পূজায় মুক্তি পাচ্ছে না ছবিটি। দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া মুক্তি পিছিয়ে দিয়েছে। সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানটির কর্ণধার সেলিম খান।
সেলিম খান বলেন, পূজায় ‘শাহেনশাহ’ মুক্তির জন্য আমরা সব প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। কিন্তু দেশে ক্যাসিনো ইস্যু নিয়ে একটা অস্থির অবস্থা তৈরি হয়েছে। এর প্রভাব সিনেমা হলেও পড়তে পারে বলে মনে করছি। সেজন্য ছবি মুক্তির সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছি।
কবে নাগাদ মুক্তি পাবে জানতে চাইলে তিনি বলেন, আমরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছি আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আর মুক্তি পেছাবে না।
এর আগে বেশ কয়েকবার ‘শাহেনশাহ’ মুক্তি তারিখ পিছিয়েছে বিভিন্ন কারণ দেখিয়ে। যার কারণে ছবিটি নিয়ে আশা নিরাশার মাঝে দোল খাচ্ছে দর্শক।
অ্যাকশনধর্মী এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এছাড়া আছেন নবাগতা রোদেলা জান্নাত ও মিশা সওদাগর।