Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯১ এ লতা মুঙ্গেশকর


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৭

লতা মঙ্গেশকর (ছবি: ফেসবুক)

৯১ বছরে পা দিলেন ইন্ডিয়ার নাইটেঙ্গেলখ্যাত উপমহাদেশের প্রখ্যাত সঙ্গিতশিল্পী লতা মুঙ্গেশকর। ২৮ সেপ্টেম্বর (শনিবার) তার ৯০তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে। ১৯২৯ সালের এই দিনে জন্মগ্রহণ করেন সঙ্গীতের বিস্ময়কর এই প্রতিভা।

১৯৪২ সাল থেকে শুরু করে এ অবধি প্রায় ২৫ হাজার গান গেয়েছেন এই কিংবদন্তি শিল্পী। প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন লতা মুঙ্গেশকর। প্রায় চার দশক ধরে ভারতের সকল শীর্ষ অভিনেত্রী চলচ্চিত্রে লতার কন্ঠে ঠোঁট মিলিয়েছেন। লতা মুঙ্গেশকর গান করেছেন নানা ভাষার প্রায় এক হাজার ছবিতে।

বিজ্ঞাপন

লতা মুঙ্গেশকর ভারতের সবচেয়ে সম্মানিত কন্ঠশিল্পী। তার ঝুলি পদক আর সম্মাননায় পূর্ণ। ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনবার। ছয়বার পেয়েছেন ফিল্মফেয়ার পুরষ্কার। ১৯৮৯ সালে পান দাদাসাহেব ফালকে পুরস্কার। আর ২০০১ সালে ভারত সরকার তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারত রত্নে’ সম্মানিত করে। এছাড়াও পেয়েছেন ফ্রান্স সরকারের সর্বোচ্চ বেসামরিক সম্মাননাসগ নানা পদক আর পুরস্কার।

১৯৭৪ সালে প্রথম ভারতীয় শিল্পী হিসেবে রয়েল অ্যালবার্ট হলে পারফর্ম করেন লতা মুঙ্গেশকর।

জন্মদিন উপলক্ষে লতা মুঙ্গেশকরের বাসভবনে গিয়ে তার সাথে দেখা করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

কন্ঠশিল্পী জন্মদিন টপ নিউজ ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লতা মুঙ্গেশকর