বিটিভি’তে মহালয়া’র আয়োজন ‘শারদপ্রাতে’
২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৩
আশ্বিনের শারদপ্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জীর। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। শুভ মহালয়া।
মহালয়ার বিশেষ অনুষ্ঠান ‘শারদপ্রাতে’ প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটে। সুমন সাহা’র গ্রন্থনা ও পরিকল্পনায় আনুষ্ঠানে চন্ডি পাঠ করবেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়।
সংগীত পরিবেশনায় থাকবেন প্রিয়াংকা গোপ, দেবলীনা সুর, অনিরুদ্ধ সেন গুপ্ত ও বিজন মিস্ত্রী। দুর্গে দুর্গে গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন প্রিয়াংকা রেচেল।
বিটিভির পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীশ চন্দ্র এষ’র সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ এরশাদ হোসেন।