Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রেক্ষাগৃহে ‘সাপলুডু’ তারকারা, দর্শকদের উচ্ছ্বাস


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২২

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দেশের ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমা ‘সাপলুডু’। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মিম, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলু, তারিক আনাম খানসহ অনেকে।

মুক্তির প্রথম দিনের প্রথম শো থেকেই প্রেক্ষাগৃহে যাওয়া শুরু করেছেন সিনেমাটির কলাকুশলিরা। সকাল দশটার শো-তে ছবির নায়ক উপস্থিত হন রাজধানীর বলাকা সিনেমা হলে। সেখানে দর্শকদের ভালোবাসায় সিক্ত হন শুভ।

বিজ্ঞাপন

বলাকা সিনেমা হল থেকে বেরিয়ে ফেসবুক লাইভে এসে শুভ বলেন, ‘প্রথম শো-তেই অনেক দর্শক ছবিটি দেখতে এসেছে। সবার প্রতি অনেক কৃতজ্ঞতা। আমাদের এতদিনের যে কষ্ট তা সার্থক হয়ে ওঠার পথে নিয়ে যাওয়ার জন্য। যারা এখনও ছবিটি দেখেননি তাদের অনুরোধ করব ছবিটি দেখতে।’

তিনি আরও জানান, বলাকার পর রাজধানীর শ্যামলী সিনেমাস, সন্ধ্যায় মধুমিতা এবং রাতে স্টার সিনেপ্লেক্সে দর্শকদের সঙ্গে দেখা করবেন।

সাপলুডু গোলাম সোহরাব দোদুল প্ররিচালিত প্রথম সিনেমা। আর প্রথম ছবিতেই তিনি বেছে নিয়েছেন থ্রিলার ঘরানাকে। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

আরিফিন শুভ গোলাম সোহরাব দোদুল বলাকা বিদ্যা সিনহা মিম সাপলুডু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর