Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেবের ডাকে সাড়া দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৮:০৪

প্রতি বছর দূর্গা পূজায় পশ্চিমবঙ্গে একাধিক সিনেমা মুক্তি পায়। সারা বছর চলচ্চিত্র ব্যবসায়ীরা এই উৎসবের জন্য বসে থাকেন। বিগত বছরগুলোতে পশ্চিমবঙ্গে পূজায় বাংলা সিনেমা একাধিক সিনেমা হল পেয়েছে। সিনেমা ব্যবসাও করেছে। কিন্তু এ বছর হিন্দি ছবির দাপটে বাংলা ছবি হল পাচ্ছে না।

সিনেমা হল না পাওয়ার কারণে সেখানকার বাংলা সিনেমা ক্ষতির মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এমন অবস্থায় টালিগঞ্জের সুপারস্টার দেব বাংলা সিনেমা বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্জি জানিয়েছিলেন।

বিজ্ঞাপন

মমতা বন্দ্যোপাধ্যায় দেবের আর্জিতে সাড়া দেন এবং বাংলা সিনেমা যেনো সিনেমা হল সংকটে না ভোগে সেজন্য ইস্টার্ণ মোশান পিকচার্স অ্যাসোসিয়েশন (ইম্পা)-এর সভাপতির কাছে চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিতে সভাপতিকে অনুরোধ করা হয়েছে প্রাইম টাইমে বাংলা ছবিগুলি দেখানোর জন্য। পাশাপাশি হল মালিকরা যাতে বাংলা ছবিগুলিকে দেখানোর জন্য জায়গা করে দেন সেবিষয়েও অনুরোধ জানান।

বাংলা ছবির পাশে দাঁড়ানোর জন্য দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া পরিচালক অরিন্দম শীল, অনিকেত বন্দ্যোপাধ্যায়সহ অনেকে কৃতজ্ঞতা জানান।

এবার পূজায় পশ্চিমবঙ্গে ‘মিতিন মাসি’, ‘পাসওয়ার্ড’, ‘গুমনামী’সহে বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে।

দেব মমতা বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর