হাউজফুলের নতুন কিস্তিতে দ্বৈত চরিত্রে অক্ষয়
২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৭ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৪
বলিউডের জনপ্রিয় সিনেমা হাউজফুল। এবার মুক্তি পেতে যাচ্ছে ছবিটির চতুর্থ কিস্তি। তার আগে শুরু হয়েছে প্রচারণা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে ছবির অভিনয়শিল্পীদের লুক।
চতুর্থ কিস্তিতে অভিনয় করেছেন অক্ষয় কুমার, রিতেশ দেশমুখ, ববি দেওল, কৃতি শ্যানন, পূজা হেজ, কৃতি খারবান্দাসহ অনেকে। কিন্তু ছবিতে তাদের চরিত্র কেমন-এ নিয়ে একরকম আগ্রহ ছিল দর্শক-ভক্তদের। এবার তাদের আগ্রহ মিটল কিছুটা।
প্রকাশিত পোস্টার দেখে বোছা যাচ্ছে অক্ষয় কুমারেআগের জন্মে ছিলেন রাজা। রিতেশ ও ববিও ছিলেন রাজার সঙ্গে সম্পৃক্ত। এই রহস্যটা পরিস্কার করেছেন অক্ষয় নিজেই। তিনি ছবি প্রকাশের পাশাপাশি ক্যাপশনে লিখেছেন-মিলিয়ে নাও ১৪১৯ সালের রাজকুমার বালা এবং ২০১৯ সালের নাপিত হ্যারিকে। এই হ্যারি আবার লন্ডনে থাকে। অপেক্ষা করো ২৭ সেপ্টেম্বর পর্যন্ত। কারণ ঐদিন আসছে ছবির ট্রেলার।
ফরহাদ সামজি পরিচালিত ছবিটির প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা।