Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্নীল সজীব-দোলা’র নতুন গান ‘পারিনা সামলাতে’


২৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৭

নিজস্ব ঢঙে গান করে নিজের চারপাশে তৈরি করেছেন শ্রোতাদের ভালোবাসার বলয়। শুধু বাংলাদেশ নয়, বিদেশেও সুনাম কুড়িয়েছেন কণ্ঠশিল্পী স্বপ্নীল সজীব। দেশ-বিদেশে নিয়মিত স্টেজ-শো করার মাঝেও শ্রোতাদের নতুন গান উপহার দিতে ভোলেননি এই শিল্পী।

এবার শ্রোতাদের উপহার দিচ্ছেন নতুন গান ও মিউজিক ভিডিও। গানের শিরোনাম ‘পারিনা সামলাতে’। এই গানে তার সঙ্গে জুটি বেঁধেছেন নবীন কণ্ঠশিল্পী দোলা। নাভেদ পারভেজের সুর ও সংগীতায়োজনে গানটির কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

বিজ্ঞাপন

সুনামগঞ্জের বিভিন্ন নান্দনিক লোকেশনে চিত্রায়ন করা হয়েছে গানটির। এর নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম রোমান। পুরো ভিডিওতে রোমান্সে মেতেছেন স্বপ্নীর সজীব এবং দোলা।

কেন নিজেদেরকে সামলাতে পারেন না স্বপ্নীল সজীব এবং দোলা? উত্তরে স্বপ্নীল সজীব জানালেন, এটি একটি প্রেমের আবেদনময়ী গান। কেউ কারো প্রেমে পড়লে নিজেকে সত্যি সামলানো দায় হয়ে পরে। সেই আগেবটাই গান-ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করছি সবার গানটি ভালো লাগবে। ধ্রুব মিউজিকের ইউটিউবে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মুক্ত করা হবে গানটি।

দোলা সংগীত স্বপ্নীল সজীব

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর