‘আব্বাস’র পর সাইফ চন্দনের ‘ওস্তাদ’
২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৮ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৯
‘আব্বাস’ সিনেমাটি মুক্তি পেয়েছে গত জুলাই মাসে। আলোচনায় ছিল ছবিটি। মুক্তির দুই মাস পেরিয়ে গেছে। এবার নতুন পরিকল্পনা করছেন ‘আব্বাস’ ছবির পরিচালক সাইফ চন্দন।
পরিকল্পনা করছেন অনেকদিন ধরেই। তার কিছু তথ্য জানালেন নিজেই। শুরু করতে যাচ্ছেন তার নতুন সিনেমা। ছবির নাম ‘ওস্তাদ’। রোমান্টিক-অ্যকশন ঘরানার সিনেমা হবে এটি।
সাইফ চন্দন সারাবাংলাকে জানান, অক্টোবরের শেষ নাগাদ শুরু হবে ছবির শুটিং। ছবির নাম ‘ওস্তাদ’ কেন? তা নিয়ে এখনই মুখ খুলতে চান না। আরও চাননা ছবিতে কারা অভিনয় করবেন তাদের নাম জানাতে। অক্টোবরের মাঝামাঝি সময়ে আয়োজন কর দেওয়া হবে এসব খবর।
‘আব্বাস’ ছবির গল্প ছিল পুরাণ ঢাকার। এবারও তেমন কিছু হবে-ভাবলে ভুল করবে চলচ্চিত্র প্রেমীরা। এবারের পরিসর আরও একটু বড়। তবে পুরান ঢাকার কোনো চরিত্র থাকতে পারে ছবিতে। সেই বুড়িগঙ্গা চলে আসতে পারে ঘটনার প্রয়োজনে।
‘ওস্তাদ’ ছবির পরিচালনার পাশাপাশি গল্পকার ও চিত্রনাট্যকারও তিনি। ভেবে রেখেছেন কেমন হবে গল্প ও দৃশ্যের গাঁথুনি। এখন শুধু শুটিংস্পটে যাওয়ার পালা। এই ছবির পরে শুরু হবে আব্বাস ছবির সিক্যুয়াল।