Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাইলে পাশে পাওয়া যাবে; এমন নেতা চান শিল্পীরা


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০১

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের ফাইল ছবি। ছবি: সংগৃহীত

কিছুটা দেরিতে হলেও সিনেমা পাড়ায় নির্বাচনী হাওয়া লেগেছে। আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বি–বার্ষিক নির্বাচন। তাই এফডিসির ক্যান্টিনে, আড্ডায় কিংবা শুটিং ফ্লোরে কাজের ফাঁকে চলছে নির্বাচন নিয়ে আলোচনা।

অন্যদিকে নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা গোছাতে শুরু করেছেন প্যানেল। ক্ষমতাসীন মিশা সওদাগর–জায়েদ খান আবারও এক প্যানেল থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। অন্যদিকে জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীও ঘোষণা দিয়েছেন সভাপতি পদে প্রার্থী হওয়ার। যদিও আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণার পরই প্যানেল ও প্রার্থী সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।

বিজ্ঞাপন

তবে এফডিসি ঘুরে কয়েকজন শিল্পীর সঙ্গে কথা বলে জানা গেল, তারা আসছে নির্বাচনে এমন কাউকে শিল্পী সমিতির নেতৃত্বে দেখতে চান চাইলেই যার নাগাল পাওয়া যায়।

এফডিসির ঝর্ণা স্পটে দাঁড়িয়ে কথা হচ্ছিল শিল্পী সমিতির সদস্য একজন চিত্রনায়িকার সঙ্গে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, শিল্পী সমিতি শিল্পীদের উন্নয়নে কাজ করবে এটাই স্বভাবিক। এখন যারা সমিতির নেতৃত্বে আছেন তারা চেষ্টা করেছেন ভালো কাজ করতে। তবে সেই কাজ শিল্পীদের উন্নয়নে খুব একটা ভূমিকা পালন করছে না। যতটুকু না উন্নয়ন করা হয়েছে তার থেকে বেশি হাইলাইট করা হচ্ছে।

তিনি আরও বলেন, সব শিল্পীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন গড়ে না উঠলে কাজের কাজ কিছু হবে না। জনপ্রিয় নায়ক শাকিব খান এখানে আসেন না। চিত্রনায়িকা মৌসুমী দূরে সরে গেছেন। ওমর সানিও অখুশি। বর্তমান কমিটির অনেক সদস্য আছেন যারা অসন্তুষ্ট হয়ে প্যানেল থেকে বেরিয়ে যাচ্ছেন। এভাবে আসলে ইন্ডাস্ট্রি চলতে পারে না। এমনিতে ইন্ডাস্ট্রিতে কাজ নেই। তার উপর এতো বিভাজন। এভাবে চলচ্চিত্রের উন্নয়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

ওদিকে চিত্রনায়িকা মৌসুমীকে সমর্থন দিতে নারাজ অনেক শিল্পীরা। তারা মনে করেন, মৌসুমী সভাপতি হলে শিল্পী সমিতির অবস্থা আরও খারাপ হবে। তাকে সময় মতো কাজে পাওয়া যাবে না। তিনি মিশতে জানেন না। যে কারণে সাধারন সদস্যদের ধরা ছোঁয়ার বাইরে থাকবেন তিনি, এমনটাই ধারনা তাদের।

গত নির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

গত নির্বাচনে জয়ী প্রাথীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

ওদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার মনে করেন, শিল্পী সমিতির নির্বাচনে যারাই নির্বাচিত হোক না কেনো, শিল্পীদের উন্নয়নে কাজ করতে হবে তাদের। এফডিসির উন্নয়নে সরকার চেষ্টা করে যাচ্ছে। শিল্পীরা সেই উন্নয়নের অংশীদার। নির্বাচনে বিভিন্ন প্যানেল থাকবে। প্যানেলে প্রার্থী থাকবেন। কেউ জিতবেন, কেউবা হারবেন। এটাই তো স্বাভাবিক। তাই বলে শিল্পীদের শিল্পী সমিতি থেকে দূরে সরে যাওয়া ঠিক হবে না। প্রতিটি শিল্পীই প্রতিটি শিল্পীর বন্ধু ও শুভাকাঙ্ক্ষী।

প্রসঙ্গত গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এফডিসিতে কার্যকরী কমিটির বৈঠক শেষে চলচ্চিত্র মিল্পী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়।  এবার নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ইলিয়াস কাঞ্চন।

এফডিসি চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন জায়েদ খান টপ নিউজ মিশা সওদাগর মৌসুমি

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর