Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান কি পরিচালনায় আসছেন!


২৩ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৭

বলিউড সুপারস্টার সালমান খানের নানা প্রতিভার কথা কম-বেশি সবারই জানা। ১০০ কোটি টাকার ওপরে ব্যবসা করা ছবির তালিকায় সবচেয়ে বেশি ছবি সালমানের। অভিনেতার বাইরে তিনি একজন সফল প্রযোজক। প্রযোজক হিসেবে অনেক নতুন মুখকে বলিউডে প্রতিষ্ঠা দিয়েছেন তিনি। এছাড়া উদার হস্তে মানুষের পাশে দাঁড়ানোতেও জুড়ি নেই তার।

সম্প্রতি নতুন এক কথা বলিউডের বাতাসে ঘুরে বেড়াচ্ছে। সালমান খান নাকি পরিচালনায়ও আসতে চলেছেন। এমনিতে সালমান খান শুটিংয়ের সময় তার ছবির সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে যান। তিনি পরিচালকদের নানা পরামর্শ দেন এবং সম্পাদনার সময়ও তাদের নানা ধরনের সহযোগিতা করে থাকেন। সবকিুছই তিনি করে থাকেন ছবিতে সফল করার উদ্দেশ্যে।তাছাড়া দীর্ঘদিন বলিউডে কাজ করার কারণে পরিচালকদের কাজ খুব কাছ থেকে দেখেছেন সালমান খান। ফলে পরিচালনার কাজটি খুব একটা কঠিন হবে না সালমান খানের জন্য।

বিজ্ঞাপন

কিন্তু না, তাই বলে এখনই পরিচালনায় নাম লেখাতে রাজি নন বলিউডের ভাইজান তথা সেখানকার মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান। তিনি আরও কিছুদিন অভিনয়কেই উপভোগ করতে চান।

সালমান বর্তমানে তার জনপ্রিয় সিরিজ দাবাং-এর তৃতীয় কিস্তি ‘দাবাং থ্রি’র শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

দাবাং থ্রি পরিচালনা বলিউড সালমান খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর