Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় বোনের পথ ধরে বলিউডে কৃতি শ্যাননের বোন


২২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৬

বড় বোন কৃতী শ্যানন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এবার তার দেখানো পথে হাঁটলেন ছোট বোন নূপুর শ্যানন। নাম লেখালেন রূপালী পর্দায়। সরাসরি বড় পর্দায় না হলেও নূপুর অভিনয় করেছেন একটি মিউজিক ভিডিওতে। ধারণা করা হচ্ছে, মিউজিক ভিডিওতে অভিনয় করলেও তা বড় পর্দায় পা রাখার রিহার্সেল।

তবে মিউজিক ভিডিওতেই ছক্কা হাঁকিয়েছেন নূপুর। কারণ মিউজিক ভিডিওতে নূপুর স্ক্রিন শেয়ার করছেন বলিউডের বিগ স্টার অক্ষয় কুমারের সঙ্গে।

বিজ্ঞাপন

গায়ক বি প্রাকের নতুন মিউজিক ভিডিওতে দেখা যাবে নূপুরকে। বি প্রাক এর আগে অক্ষয়ের ‘কেশরি’ ছবির ‘তেরি মিট্টি’ গানটি গেয়ে সবার নজর কেড়েছেন।

ইতিমধ্যেই ওই গানের শুটের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। তাতে অক্ষয়ের সঙ্গে নজর কেড়েছে নূপুরের ‘সিম্পল’ লুক। সাদা রঙের সালোয়ারে তিনি স্নিগ্ধ অথচ মোহময়ী।

ঘটনায় উচ্ছ্বসিত নূপুরও। অক্ষয়ের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন ছিল তা নিয়ে ইনস্টাগ্রাম থেকে পোস্ট করেছেন তিনি। নূপুর লিখেছেন, ‘দারুণ অনুভূতি। অক্ষয়ের ফ্যান থেকে কো-স্টার। সত্যি স্বপ্নের মতো ব্যাপার।’

এর আগে বড় বোন কৃতির সঙ্গে একটি হেয়ার অয়েল কোম্পানির কমার্শিয়াল অ্যাডে দেখা গিয়েছিল নূপুরকে।

অক্ষয় কুমার কৃতি শ্যানন বলিউড মিউজিক ভিডিও

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর