Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে প্রতিনিধিত্ব করবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর ‘আলফা’


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৩

৯২তম অস্কার আসরে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে সিনেমা ‘আলফা’। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

অস্কার কমিটি বাংলাদেশ প্রাথমিকভাবে ছবিটি নির্বাচিন করেছে। অন্যান্য দেশের সিনেমার পাশাপাশি বাংলাদেশের সিনেমাটিও জুরিরা দেখবেন একাধিকবার। তারপর তৈরি হবে শর্টলিস্ট। আর শর্টলিস্টে জায়গা করে নিতে পারলে মূল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে সিনেমা আলফা।

বিজ্ঞাপন

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে ছবির নাম ঘোষণা করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। অনুষ্ঠানে অস্কার কমিটি বাংলাদেশের চেয়ারম্যান কমিটির প্রধান হাবিবুর রহমান হাবিব এ ঘোষণা দেন।

জমা পরা ৩টি ছবির মধ্যে থেকে আলফা ছবিটি নির্বাচন করেন নয় সদস্য বিশিষ্ট কমিটি। অন্য ছবিগুলো হলো মাসুম আজিজ পরিচালিত ‘সনাতনের গল্প’ এবং তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’।

ছবির নাম ঘোষণার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অস্কার কমিটি বাংলাদেশ-এর সদস্য অধ্যাপক আব্দুস সেলিম, মুশফিকুর রহমান গুলজার, পঙ্কজ পালিত, খোরশেদ আলম খসরু এবং নির্বাচিত আলফা ছবির প্রযোজক চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

৯২তম অস্কার অস্কার আলফা টপ নিউজ নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ফরিদুর রেজা সাগর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর