তরুণদের গল্প থেকে তৈরি হবে ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
২০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৮ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৬
বাংলাদেশের তারুণ্য পিছিয়ে থাকার নয়, তারা বিশ্বাস করে তারুণ্য এগিয়ে এলে এগিয়ে যাবে দেশ। তারুণ্যের ইতিবাচক উদ্যোগ উপকৃত করবে দেশকে।
কিন্তু তরুণরা এই দেশকে কতটা ভালোবাসে? চারপাশকে কীভাবে দেখে তরুণরা? এসব নিয়ে তাদের ভাবনাই বা কেমন? বিষয়গুলো নিয়ে কাজ করছে ইউএসএইড।
আলোচনার মাধ্যমে ইতিবাচক ভাবনায় তরুণদের এগিয়ে নিতে পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। এই কার্যক্রমের আওতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলছে আলোচনা এবং গল্প সংগ্রহ।
তরুণদের পাঠানো এসব গল্প থেকে তৈরি হবে দশটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। গল্পের বিষয় সার্বজনিন বাংলাদেশ, ধর্মীয় সম্প্রীতি এবং তারুণ্যের শক্তি। ১৫ অক্টোবর পর্যন্ত আগ্রহীরা গল্প পাঠাতে পারবেন। [email protected] মেইলে পাঠানো যাবে গল্পগুলো।
নির্বাচিত গল্পের গল্পকার সরাসরি যোগ দিতে পারবেন নির্মাণে। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো থেকে নির্বাচিত একটি সিনেমা প্রচারতি হবে এনটিভিতে।
ইউএসএইড পরিচালিত এই কর্মসূচির নাম ‘সবাই ভিন্ন একসাথে অনন্য’।