Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে জানা গেল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের তারিখ


২০ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩৪

শিল্পী সমিতির নির্বাচিত সদস্যরা। ফাইল ছবি

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটলো। জানা গেল নির্বাচনের তারিখ। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার চার মাস বিলম্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচন।

নির্বাচনের সম্ভাব্য তারিখ নির্ধারণে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এফডিসিতে কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সিদ্ধান্ত হয়, আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। তথ্যটি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

বিজ্ঞাপন

জায়েদ খান জানান, অক্টোবরের ৪ তারিখ তফসিল ঘোষণা করা হবে। তারপর ঘোষণা করা হবে শিল্পীদের ভোটার তালিকাসহ অন্যান্য তথ্য।

এদিকে শিল্পী সমিতির এবার নির্বাচনের প্যানেল সম্পর্কে ভাসাভাসা খবর পাওয়া যাচ্ছে। ইন্ডাস্ট্রির খবর, গতবারের মতো এবারও এক প্যানেল থেকে নির্বাচন করবেন মিশা সওদাগর ও জায়েদ খান। তার বিপরীত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মৌসুমী ও সাইমন সাদিক। এছাড়া শাকিব খান ও ডিএ তায়েব নাকি এক প্যানেল থেকে নির্বাচন করবেন।

তবে চূড়ান্ত প্যানেল ঘোষণা না দেয়া পর্যন্ত কিছুই নিশ্চিত নয়। সেজন্য তফসিল ঘোষণা অব্দি অপেক্ষা করতে হবে।

চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর