Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুধু ঢাকাতেই হবে মীরাক্কেলের বাংলাদেশ অংশের অডিশন


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৪ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৭

দুই বাংলার স্ট্যান্ডআপ কমেডি বিষয়ক জনপ্রিয় রিয়েলিটি শো মীরাক্কেল। নিয়মিতভাবে এই প্রতিযোগীতায় পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের প্রতিযোগিরা অংশগ্রহণ করে থাকে।  তারা শুধু অংশগ্রহণই করেন না, প্রতিযোগিতায় বাংলাদেশের নাম উজ্জ্বল করেন।

আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে মীরাক্কেলের বাংলাদেশ অংশের অডিশন। রাজধানীর এমানুয়েল ব্যাংকুয়েট হল ( ঢাকা নিউ হল, গুলশান -১) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে অডিশন।

বিজ্ঞাপন

বিগত বছরগুলোতে বিভাগীয় শহরগুলোতে অডিশন হলেও এবার শুধু ঢাকাতেই অডিশন নেয়া হবে বলে জানিয়েছেন জি বাংলার হেড অব প্রোগ্রাম শ্রাবন্তী।

শ্রাবন্তী বলেন, এবার বাংলাদেশে এক জায়গাতে অডিশন করা হচ্ছে। যারা মীরাক্কেলে অংশগ্রহন করতে চান তাদের ঢাকা এসে অডিশন দিতে হবে। আগে যদিও ঢাকার বাইরেও অডিশন হয়েছে। এবার সেটা হচ্ছে না। সেজন্য অংশ্রহনে ইচ্ছুকদের অসুবিধা হবে।

মীরাক্কেল পরিচালনা করেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মীর। মূল পর্বগুলোতে বিচারকের দায়িত্ব পালন করেন শ্রীলেখা মিত্র, রজতাভ দত্ত ও পরাণ বন্দোপাধ্যায়।

অডিশন মীরাক্কেল ১০

বিজ্ঞাপন

সাভারে তিন গাড়িতে আগুন, নিহত ৪
৯ জানুয়ারি ২০২৫ ১০:০৮

আরো

সম্পর্কিত খবর