Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর পেরিয়ে গেলো শুভ-মিমের ‘সাপলুডু’


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫১

চলচ্চিত্র সেন্সর বোর্ডের কাচি-ছুরি’র আঘাত গায়ে লাগেনি আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমের। অর্থাৎ কোনো কাটা ছেড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়ে গেছে শুভ-মিম জুটির নতুন সিনেমা ‘সাপলুডু’।

গোলাম সোহরাব দোদুল পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২৭ সেপ্টেম্বর। তার আগে ছবিটি পেল প্রদর্শনের অনুমতি। ১৮ সেপ্টেম্বর ছবিটির সেন্সর সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।

এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির ট্রেলার। বিশ্বাস, অবিশ্বাস আর আতঙ্কের ঘেরাটোপে অবরুদ্ধ ছবির প্রতিটি চরিত্র। ক্ষমতার অপব্যবহার কিংবা আশা হারানোর মুহূর্তে ঘুরে দাঁড়ানোর গল্পে এগিয়ে যাবে ‘সাপলুডু’র কাহিনী। অন্তত ট্রেলার দেখে এমনটাই আঁচ করা যায়।

পরিচালক গোলাম সোহরাব দোদুলের এটিই প্রথম সিনেমা। ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তারিক আনাম খান, জাহিদ হাসান, সালাহউদ্দিন লাভলুসহ আরও অনেকে। ‘সাপলুডু’ প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

পরিচালকের দাবি, ‘সাপলুডু’ একটি অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমা। পোস্টার এবং ট্রেলারে তার আঁচ দেয়ার চেষ্টা করা হয়েছে। ছবির কাহিনী টানটান উত্তেজনায় ভরপুর।

আরিফিন শুভ গোলাম সোহরাব দোদুল বিদ্যা সিনহা মিম সাপলুডু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর