জন্মদিনে সালমান শাহ স্মরণ, মধুমিতা হলে সপ্তাহব্যাপী আয়োজন
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৭
বাংলা চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের নাম সালমান শাহ। মাত্র তিন বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে ২৭টি ছবিতে অভিনয় করে পৌঁছে গিয়েছেন জনপ্রিয়তার শিখরে। সেই জনপ্রিয়তা তার মৃত্যুর তেইশ বছরে পরও কমেনি। বরং এ প্রজন্মের কাছে সালমান শাহ আরও বেশি জনপ্রিয়। শুধু তাই নয় তিনি তাদের কাছে ‘আফসোসে’ পরিণত হয়েছেন।
সেই আফসোস সঙ্গী করে বাংলা চলচ্চিত্রের এই রাজকুমারকে স্মরণ করতে রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা ২০ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ‘সালমান শাহ উৎসব’, চলবে ২৬ সেপ্টেম্বর অব্দি।
উৎসবের একদিন আগে ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সালমান শাহ’র জন্মদিন। এদিনেই উদ্বোধন করা হয় এই উৎসবের। ঢুলি কমিউনিকেশন আয়োজিত উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। এছাড়া উপস্থিত ছিলেন নির্মাতা সোহানুর রহমান সোহান, এসএ হক অলিক, চিত্রনায়িকা বুবলী, জাহারা মিতুসহ আরও অনেকে।
বেলা ১১টা ১৫ মিনিটে শুরু হয় অনুষ্ঠান। শাকিব খান নির্দিষ্টি সময়ে অনুষ্ঠানে পৌঁছাতে না পারায় আগে বক্তৃতা দিয়ে চলে যান প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সালমান শাহ সম্পর্কে তিনি বলেন, আমি সালমান শাহর ভক্ত। আমার ছেলের বয়স মাত্র পনেরো বছর। সেও সালমানের ভক্ত। পৃথিবী থেকে বিদায় নেওয়ার ২৩ বছর পরও এই যে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাওয়া, এটাই সালমানের প্রাপ্তি। এমনটা খুব বেশি তারকার ভাগ্যে জোটে না।
পলক চলে যাওয়ার দুই ঘণ্টা পর ১২টা ৪৫ হাজির হন শাকিব খান। জ্যামের কারণে শাকিব অনুষ্ঠানে পৌঁছাতে দেরি করেছেন, এমনটাই জানিয়েছে আয়োজক কমিটি।
শাকিব খান বলেন, আজ সালমান শাহ নেই আমাদের মাঝে। কিন্তু তিনি এমন একজন মহান শিল্পী যার মৃত্যুর এত বছর পরও কোটি কোটি মানুষের মনে বাস করছেন। মানুষ তাকে এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। এটা একজন অভিনেতার সবথেকে বড় পাওয়া।
সালমান শাহ উৎসবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন একটি সিনেমার চারটি করে শো চলবে। যার মধ্যে অন্যতম ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘অন্তরে অন্তরে’, ‘তোমাকে চাই’।