Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমুদ্রের দুঃসাহসিক অভিযান নিয়ে রনি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:১২ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৪

উত্তাল সমুদ্রে যুদ্ধ জাহাজের সঙ্গে গোটা কয়েক মেটাল শার্ক বোটে নৌবাহিনীর সোয়াডস দল প্রস্তুত শত্রু মোকাবেলায়। মিশনে যোগ দিতে আকাশে চক্কর দিয়ে যায় হেলিকপ্টার। সমুদ্রে বাংলাদেশ নৌবাহিনীর দুঃসাহসিক মিশন নিয়ে জাতীয় চলচ্চিত্র বিজয়ী নির্মাতা রেদওয়ান রনি নির্মাণ করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মিশন এক্সিলেন্স’।

মিশন এক্সিলেন্স নিয়ে এই নির্মাতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘বিশাল আয়োজন নিয়ে উত্তাল সমুদ্রে দৃশ্যধারণ করেছি, রোমাঞ্চকর দুঃসাহসিক অভিযানের গল্প দেখে দর্শকের ভালো লাগবে আশা করি।’

বিজ্ঞাপন

রহস্য ও থ্রিলার ঘরানার ৪৮ মিনিটের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি প্রচারিত হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টার বিটিভির সংবাদের পর নৌবাহিনীর অনির্বাণ অনুষ্ঠানে। শিগগিরই দেশের অন্যান্য স্যাটালাইট চ্যানেলেও প্রচার হবে এটি। মিশন এক্সিলেন্সের গল্প লিখেছেন কমান্ডার এম আরিফুল হক ও সিদ্দিকুর রহমান।

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্বাবধানে ও প্রযোজনায় এবছর ভিন্ন আঙ্গিকে নির্মিত হয়েছে অনির্বাণ ২০১৯। মিশন এক্সিলেন্সে উঠে এসেছে দেশের সমুদ্রসীমা ও অভ্যন্তরীণ শান্তিরক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর দুঃসাহসিক মিশনের এক রোমাঞ্চকর গল্প।

‘মিশন এক্সিলেন্স’ রেদওয়ান রনি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর