বাবার ছবিতে কণ্ঠশিল্পী আলিয়া
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৪ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪০
বাবা মহেশ ভাটের কামব্যাক ফিল্ম ‘সড়ক টু’ তে অভিনয় করছেন আলিয়া ভাট। এ খবর জানাই ছিল। নতুন খবর হচ্ছে বাবার সেই ছবিতে একটি গানও গাইছেন বলিউডের বর্তমান সময়ের এই জনপ্রিয় অভিনেত্রী।
আলিয়া প্লেব্যাক আগেও করেছেন। কিন্তু যেহেতু বাবার ছবি এবারের বিষয়টি স্পেশ্যাল। বাঙ্গালী শিল্পী, সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে, রশমি-বিরাগের কথায় আলিয়ার কণ্ঠে গাওয়া ‘শুকরিয়া’র দৃশ্যায়নে থাকবেন সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর ও অভিনেত্রী নিজে। গানটির পুরুষ ভার্সনে কণ্ঠ দিয়েছেন কে কে ও জুবিন নটিয়াল।
ভাট পরিবারের সঙ্গে সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়ের জুটি সফল। তাদের প্রযোজনায় ‘সিটিলাইটস’, ‘হামারি আধুরি কাহানি’, ‘খামোশিয়া’র মতো ছবিতে হিট গান দিয়েছেন জিৎ। ‘শুকরিয়া’ গানটির সঙ্গে জড়িয়ে জিৎ গাঙ্গুলীর বিশেষ অনুভূতি। জিৎ-এর ভাষায়, ‘আমার বাবা তখন খুব অসুস্থ। মহেশ সাহেব আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন। বলেছিলেন, বাবার পাশে বসে যে সুরটা আমার মাথায় আসবে, সেটাই যেন তাকে শোনাই।’
মহেশ ভাট আর পূজা ভাট আলিয়ার কণ্ঠেই গানটি রেকর্ড করতে চাইছিলেন। তাই হলো। সপ্তাহ কয়েক আগে মুম্বাইয়ে গানটির ফাইনাল রেকর্ডিং হয়েছে।