Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে সালমান শাহ-কে নিয়ে সপ্তাহব্যাপী আয়োজন


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:২৬

ঢাকাই সিনেমার স্বপ্নের নায়ক সালমান শাহ। প্রয়াত এই নায়কের ৪৮তম জন্মদিন ১৯ সেপ্টেম্বর। জন্মদিনকে কেন্দ্র করে নেয়া হয়েছে সপ্তাহব্যাপী আয়োজনের উদ্যোগ।

রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে হবে এই আয়োজন। ২০ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলবে চলচ্চিত্র প্রদর্শনী। ১৯ সেপ্টেম্বর নায়কের জন্মদিনে হবে উদ্বোধনী অনুষ্ঠান। ঢুলি কমিউনিকেশনের আয়োজনে সপ্তাহব্যাপী কর্মসূচী নিবেদন করছে টিএম ফিল্মস।

বিজ্ঞাপন

সালমান শাহ এবং তার কাজ নতুন প্রজন্মকে জানানোই এই আয়োজন অন্যতম অনুপ্রেরণা বলে জানান আয়োজকরা। এর আগে ২০১৪ সালে রাজধানীর বলাকা প্রেক্ষাগৃহে নায়কের মৃত্যুবার্ষিকীতে ‘সালমান শাহ স্মরণ উৎসব’ করেছিল আয়োজক প্রতিষ্ঠানটি।

উৎসব আহ্বায়ক নিপু বড়ুয়া। তিনি জানান, ২০ সেপ্টেম্বর থেকে মধুমিতা সিনেমা হলে সালমান শাহ অভিনীত জনপ্রিয় ৭টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। প্রতিদিন একটি সিনেমার চারটি করে শো চলবে। যার মধ্যে অন্যতম ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘অন্তরে অন্তরে’, ‘তোমাকে চাই’।

সালমান শাহ সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর