কেমন করছে ‘মায়াবতী’?
১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৫৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৫
বেশ ঘটা করে গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সারাদেশের কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘মায়াবতী’ সিনেমা। মুক্তির আগে ছবিটি নিয়ে প্রশংসনীয় প্রচারণা চালান ছবির পরিচালক, প্রযোজক ও অভিনয়শিল্পীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপেও ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়। এমন প্রচারণা দেখে অনেকেই মনে করছিলেন মন্দার বাজারে আশা জাগাবে ‘মায়াবতী’।
কিন্তু মুক্তির পর তিন দিন পেরিয়ে গেলেও ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে সেই মাত্রার আগ্রহ চোখে পড়েনি প্রেক্ষাগৃহে। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছবিটি নিয়ে তেমন কোনো আলোচনা নেই।
মায়াবতী যেসব হলে মুক্তি পেয়েছে তার মধ্যে একটি শ্যামলি সিনেমাস। কেমন ব্যবসা করছে ছবিটি? কথা হয় শ্যামলি সিনেমাসের কর্মকর্তা মোহাম্মদ হাসান-এর সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম দিনে কিছু সংখ্যক দর্শক ছবিটি দেখতে এসেছেন। কিন্তু ছবিটি নিয়ে আমাদের যে মাত্রার প্রত্যাশা তা এখনো পূরণ হয়নি। শনিবার আর রোববারেও তেমন দর্শক বাড়েনি। সপ্তাহের বাকি দিনগুলোতে দর্শক কতোটা বাড়ে সেদিকে তাকিয়ে আছি আমরা।’
শ্যামলি সিনোম হলে পরিবার নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন আলমগীর কবীর। তার কাছে সিনেমার কাহিনী অসাধারন কিছু মনে না হলেও তিশা আর ইয়াশ রোহানের অভিনয় ভালো লেগেছে। তিনি বলেন, ‘ছবির গল্পের সঙ্গে বাস্তবতার খুব একটা মিল নেই। তিশা যে ধরনের চরিত্রে অভিনয় করেছেন সেরকম কোনো মেয়ে যৌনপল্লিতে আছে বলে আমার মনে হয় না। তাছাড়া তিশার সঙ্গে ইয়াশের কেমিস্ট্রি তেমন জমেনি।’
মধুমিতা সিনেমা হলের মালিক ইফতেখার উদ্দিন নওশাদের কাছে জানতে চাওয়া হয়েছিল ‘মায়াবতী’ সিনেমার হল রিপোর্ট সম্পর্কে। নওশাদ বলেন, ‘এ ধরনের বিষয়ভিত্তিক ছবির দর্শক এমনিতেই তেমন হয়না। আমাদের দেশের মানুষ এরকম ছবিকে টেলিফিল্ম মনে করে। আমাদের দেশের ছবির দর্শকদের একটা বড় অংশ ছবিতে ধুমধারাক্কা চায়। সিনেমা হলের বাইরে থেকে পোস্টার দেখে, তারপর সিদ্ধান্ত নেয় ছবিটি দেখবে কিনা! তিশা ও ইয়াশ ভালো অভিনয় করলেও, দিনশেষে এখনও ছবিটি খুব বেশি মানুষ দেখছে না।’
তবে দর্শক টানতে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াচ্ছেন ছবির কলাকুশলীরা। ঢাকা ছাড়াও ঢাকার বাইরের সিনেমা হলগুলোতেও প্রচার চালাচ্ছেন তারা। ছবিকে জনপ্রিয় করতে তাদের এই উদ্যোগ প্রশংসা পাচ্ছে।
প্রসঙ্গত, ‘মায়াবতী’ সিনেমার পরিচালক জনপ্রিয় নির্মাতা অরুণ চৌধুরী। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা আর ইয়াশ রোহান।