Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অপর্ণা ঘোষের নতুন ছবি ‘অন্ত্যেষ্টিক্রিয়া’


১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৫ | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৪

অপর্ণা ঘোষ। ছবি: সংগৃহীত

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অপর্ণা ঘোষ। চুক্তিবদ্ধ হয়েছেন নতুন সিনেমায়। নাম ‘অন্ত্যেষ্টিক্রিয়া’। হোসনে মোবারক রুমি পরিচালিত ছবিটি ২০১৮-১৯ অর্থবছরে পেয়েছে সরকারি অনুদান।

সিনেমায় অপর্ণা ঘোষের চুক্তিবদ্ধ হওয়ার বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন পরিচালক হোসনে মোবারক রুমি নিজেই। তিনি বলেন, ‘অন্ত্যেষ্টিক্রিয়া ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন অপর্ণা ঘোষ। জয়ন্ত চট্টোপাধ্যায়ও চুক্তিবদ্ধ হয়েছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে । এছাড়াও ছবিতে আরও অনেক অভিনয়শিল্পী আছেন। তাদেরকে শিগগিরই আমরা আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেব।’

বিজ্ঞাপন

অপর্ণা এখন পর্যন্ত অভিনয় করেছেন মৃত্তিকা মায়া (২০১৩), মেঘমল্লার (২০১৪), সুতপার ঠিকানা (২০১৫), দর্পণ বিসর্জন (২০১৬), ভুবন মাঝি (২০১৭) ও গণ্ডি (২০১৯) সিনেমায়। যার মধ্যে গণ্ডি সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

‘অন্ত্যেষ্টিক্রিয়া’ ছবির পরিচালক হোসনে মোবারক রুমি। ছবি: সংগৃহীত


অন্ত্যেষ্টিক্রিয়া একটি পিরিওডিক্যাল সিনেমা। ১৯৭১ সালের একটি ঘটনাকে কেন্দ্র কের গড়ে উঠেছে এর কাহিনী। হোসনে মোবারক রুমি জানান, প্রথম লটের শুটিংয়ের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে তাদের। অক্টোবরের ১ তারিখ থেকে হবে সিনেমার শুটিং।

অন্যদিকে ২০১৮-১৯ অর্থবছরে ঘোষণা করা পূর্ণদৈর্ঘ্য এবং স্বল্পদৈর্ঘ্য ১৪টি সিনেমার প্রজ্ঞাপনের বিরুদ্ধে উচ্চ আদালতের রুল জারি আছে।

অনুদান নীতিমালা লঙ্ঘন করে তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ১৪টি চলচ্চিত্রের অনুদানের ঘোষণা স্থগিত ও জমাকৃত সকল চলচ্চিত্র নির্মাণ প্যাকেজ প্রস্তাব পুনঃনিরীক্ষণের জন্য উচ্চ আদালতে গত ১৬ জুলাই রিট আবেদন করেন চলচ্চিত্র গবেষক ও লেখক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অনুদানের জন্য আবেদনকারী অদ্রি হৃদয়েশ, চলচ্চিত্র নির্মাতা সুপিন বর্মণ এবং চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমন।

বিজ্ঞাপন

এমন অবস্থায় চলচ্চিত্রের কাজ শুরু করাটা ঝুঁকিপূর্ণ কিনা-জানতে চাইলে পরিচালক বলেন, ‘হয়ত ঝুঁকিপূর্ণ। কিন্তু সিনেমাটা তো করতে হবে। চলমান আইনী প্রক্রিয়ার ফলাফলের যেটাই হোক না কেন, তার প্রতি আমি নিশ্চয়ই সম্মান দেখাব। একই সঙ্গে আমার কাজটাও যে আমার করতে হবে। যে ধারায় কাজ করছি, তাতে মনে হচ্ছে যদি আমার ছবিটা অনুদান প্রজ্ঞাপন থেকে বাদ যায়, তাহলে নতুন প্রযোজক নিয়ে কাজটি করতে হবে।’

অন্ত্যেষ্টিক্রিয়া অপর্ণা ঘোষ টপ নিউজ সরকারি অনুদান সিনেমা হোসনে মোবারক রুমি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর