Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণের ‘রং’এর মোড়ক খুললেন স্পিকার


১২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৪৫

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর হাত ধরে অন্তর্জালে উন্মুক্ত হলো চিত্রনায়িকা নিপুণ অভিনীত প্রথম মিউজিক ভিডিও ‘রং’। ১২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার।

‘রং’ উন্মোচন অনুষ্ঠানে গানটির কণ্ঠশিল্পী পলিন, মডেল নিপুণ, গীতিকার এ মিজান, সুরকার শওকত আলী ইমন, সিএমভি’র কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু ছাড়াও উপস্থিত ছিলেন চিত্রজগতের জনপ্রিয় মুখ রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস, ইমন, সাইমনসহ অনেকেই।

বিজ্ঞাপন

ড. শিরীন শারমিন চৌধুরী তার বক্তব্যে বলেন, ‘আমাদের সংগীতে, অভিনয় জগতে অনেক মেধাসম্পন্ন মানুষ রয়েছেন। তাদের প্রতিভাকে সবার সামনে তুলে আনার জন্য যারা সহযোগিতা করছেন, শিল্পীদের সত্যিকারের শিল্পী করে গড়ে তোলার জন্য যারা নিয়মিত কাজ করছেন- তাদেরকে আমি অভিনন্দন জানাতে চাই।’

গানটির কণ্ঠশিল্পী পলিন এবং মডেল নিপুণ, দুই বোনের এই আয়োজনের  সফলতা কামনা করেন স্পিকার।

এ মিজানের কথায় গানটির সুর করেছেন শওকত আলী ইমন। ‘রং’ নামে পার্টি মুডের এই বিশেষ গানটির ভিডিওটি যৌথভাবে তৈরি করেছেন ভারতীয় নির্মাতা-কোরিওগ্রাফার বব ও পবন শেঠি। যেখানে শিল্পী পলিনের পাশাপাশি মডেল হয়েছেন চিত্রনায়িকা নিপুণ।

ড. শিরীন শারমিন চৌধুরী নিপুণ মিউজিক ভিডিও রং স্পিকার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর