Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রযোজকের নোটিশ পেয়ে সময় দিলেন শাকিব খান


১২ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৩০ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০২

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানকে নোটিশ পাঠিয়েছিলেন প্রযোজক সেলিম খান। অনেক বার বলেও ডাবিংয়ের জন্য সময় পাচ্ছিলেন না প্রযোজক। প্রযোজকের সেই নোটিশ দেওয়ার পর সময় দিয়েছেন শাকিব খান।

বৃহস্পতিবার (১২ সেপ্টম্বর) বিকালে বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেন ‘একটু প্রেম দরকার’ ছবির পরিচালক শাহীন সুমন।

তিনি সারাবাংলাকে বলেন, ‘শাকিব খান ডাবিংয়ের জন্য সময় দিয়েছেন। ১৪ সেপ্টেম্বর থেকে তিনি ডাবিং করবেন। এ কাজের জন্য তিনি তিনদিন সময় দিয়েছেন।’

তিন দিনেই কী ডাবিং শেষ হবে? এমন প্রশ্নের উত্তরে শাহীন সুমন জানান, তিনদিন ডাবিং করতে পারলেই কাজ শেষ করতে পারবেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানের স্বাক্ষরিত অভিযোগের চিঠিটি প্রকাশ পায় গণমাধ্যমে। যদিও সেই চিঠিতে কোনো তারিখ উল্লেখ ছিল না। তবে চিঠিতে লেখা ছিল-চিঠি পাওয়ার সাত কর্মদিবসের মধ্যে ডাবিং শেষ না করলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।

সাত দিন লাগলো না, তার আগেই শাকিব খান ডাবিংয়ের জন্য সময় দিলেন।

অভিযোগে আরও বলা ছিল, শাপলা মিডিয়া শাকিব খানকে পারিশ্রমিক ৬০ লাখ টাকা পরিশোধ করা সাপেক্ষে তিনি মহরৎ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। ছবির শুটিং শুরু হয়। কিন্তু শুটিং শুরু হওয়ার পর প্রায়ই শাকিব খার সেটে ৪/৫ ঘণ্টা দেরি করে আসতেন এমনকি অনেকদিন আসতেনই না। এতে করে সিনেমাটির জন্য অতিরিক্ত এক কোটি টাকা বেশি খরচ হয়েছে।

নির্ধারিত সময়ে ছবিটি মুক্তিও দিতে পারেনি প্রযোজনা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত ছবিটির নির্মাণ খরচ দুই কোটি তেত্রিশ লাখ। প্রযোজনা প্রতিষ্ঠান চলতি বছরের ডিসেম্বর মাসে ছবিটি মুক্তি দিতে চাচ্ছে। কিন্তু শাকিব খানের ডাবিং সম্পন্ন না হওয়ায় ছবিটি মুক্তি দিতে তৈরি হয়েছে সমস্যা।

বিজ্ঞাপন

ডাবিং নোটিশ প্রযোজক শাকিব খান শাহীন সুমন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর