Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নভেম্বরে তিনদিনের ফোক ফেস্ট


১১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৫ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৬

‘আন্তর্জাতিক লোক সংগীত উৎসব’ বা ফোক ফেস্টের পঞ্চম আসর বসতে যাচ্ছে নভেম্বর মাসে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে ১৪ নভেম্বর থেকে শুরু হবে এই আয়োজন। চলবে ১৬ নভেম্বর পর্যন্ত।


আরও পড়ুন :  ভারতে যেমন চলছে বিটিভি


বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন মিডিয়াকমের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুন্ডু। তিনদিনের এই উৎসবে কারা সংগীত পরিবেশন করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

অজয় কুমার কুন্ডু সারাবাংলাকে বলেন, ‘আয়োজনের তারিখ ও ভেন্যু চূড়ান্ত হয়েছে। তবে এবারের আয়োজনে দেশ-বিদেশের কোন কোন শিল্পী অংশগ্রহণ করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। শিগগিরই চূড়ান্ত করা হবে। তাছাড়া রেজিস্ট্রেশনের বিষয়টিও জানানোর বিষয় রয়েছে।’

বরাবরের মতো এবারও সন্ধ্য ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত আয়োজন চলবে বলে আশা করা যাচ্ছে। ফোক ফেস্টের প্রধান পৃষ্ঠপোষক সান ফাউন্ডেশন।


আরও পড়ুন :

.   শাকিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ, ৭ দিনের আল্টিমেটাম

.   রোমান কি রোমান্টিক, নাকি সাংঘাতিক?

.   পরিচালক জাকির খাঁনের বাঁচতে প্রয়োজন ৬টি ইনজেকশন

.   বাধ্য হয়ে অতিথি পরিচালক হলেন অজয় দেবগন

.   সিদ্ধান্ত বদলে বায়োপিকে ফিরলেন আমির খান

.   অতনু ঘোষের ছবিতে জয়া, সঙ্গে প্রসেনজিৎ

.   কঙ্গনা তবে প্রশংসাও করতে জানেন!

.   মেড ইন বাংলাদেশ: যে সংগ্রামের নেই কোনো সীমানা


টপ নিউজ পঞ্চম আসর ফোক ফেস্ট লোক সংগীত উৎসব