Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবশেষে এলো ‘প্যাড ম্যান’


৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৬

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

ছবি মুক্তি দেয়ার জন্য যুৎসই তারিখ খুঁজে পাচ্ছিলেন না প্রযোজক। এইদিন সেইদিন করতে করতে পেরিয়ে যাচ্ছিলো সময়। অবশ্য এর পেছনে বড় কারণ ছিলো ‘পদ্মাবত’ ছবি! সঞ্জয় লীলা বানসালির এই ছবিটি নিয়ে দর্শক আগ্রহের কথা ভেবেই পিছিয়ে যায় ‘প্যাডম্যান’। তবে ‘পদ্মাবত’ নিয়ে এখন উচ্ছ্বাস কমে এসেছে। তাই ‘প্যাড ম্যান’র প্রযোজকও দর্শকদের জন্য সিনেমা হলে ছেড়েছেন নিজের ছবি।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভারতসহ বিশ্বের ৫০টি দেশে মুক্তি পেয়েছে ‘প্যাড ম্যান’। মজার ব্যাপার হলো একইদিনে রাশিয়া, আইভরি কোস্ট ও ইরাকেও মুক্তি পেয়েছে ছবিটি। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে প্রথম দিনে ভালোই ব্যবসা করেছে অক্ষয় কুমার অভিনীত এই ছবি।

‘প্যাড ম্যান’র মধ্য দিয়ে প্রথমবারের মতো প্রযোজনায় নাম লিখিয়েছেন অক্ষয়পত্নি টুইংকেল খান্না। এটি পরিচালনা করেছেন আর বালকি। এছাড়া এর চিত্রনাট্যও লিখেছেন তিনি। ছবিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন, সোনাম কাপুর ও রাধিকা আপ্তে।

সারাবাংলা/টিএস/পিএ

অক্ষয় কুমার প্যাড ম্যান