কংগ্রেস ছাড়লেন উর্মিলা
১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৬ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫১
যোগদানের মাত্র ছয় মাসের মাথাতেই কংগ্রেস ছাড়লেন ভারতীয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কংগ্রেস ছাড়ার ঘোষণা দেন এই অভিনেত্রী। মাত্র কিছুদিন আগে হওয়া লোকসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে মুম্বাইয়ের একটি আসন থেকে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হয়েছেন তিনি।
পদত্যাগের কারণ হিসেবে দলের অভ্যন্তরীণ কোন্দলকে দায়ি করেছেন উর্মিলা। এবং কোন্দল নিরসনে উদ্যোগী না হওয়ায় দলের মুম্বাই ইউনিটের শীর্ষ নেতৃত্বকে দুষেছেন তিনি।
উর্মিলা অবশ্য বলেছেন, কংগ্রেস ছাড়লেও মতাদর্শগত কারণে অন্য কোনও দলে যোগ দেওয়া তার পক্ষে সম্ভব হবে না। ভবিষ্যতে তিনি তার নিজের মতো করে মানুষের জন্য কাজ করে যাবেন।
উর্মিলা দলত্যাগের ঘোষণায় ভারতীয় কংগ্রেসের তরফ থেকে আনুষ্ঠানিক কোনও মন্তব্য পাওয়া যায়নি।