সিনেমা প্রযোজনায় পার্থ বড়ুয়া
৯ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৪৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০০
প্রতীক আকবর:
সংগীতই তার ধ্যান-জ্ঞান। আর অভিনয়টা করেন শখের বসে। নাটক তো বটেই, সিনেমাতেও অভিনয় করেছেন ব্যান্ড তারকা পার্থ বড়ুয়া। ২০১৬ সালে মুক্তি পাওয়া সুপারহিট ‘আয়নাবাজি’ সিনেমার অভিনেতা তিনি।
হয়ত সেই টানেই আবারো যুক্ত হতে চাচ্ছেন চলচ্চিত্রে। তবে এবার অভিনেতা হিসেবে নয়। চলচ্চিত্রে নাম লেখাতে যাচ্ছেন প্রযোজক হিসেবে।
‘হ্যাঁ, আমরা প্রস্তুতি নিচ্ছি সিনেমা নির্মাণের। প্রি-প্রোডাকশনের কাজ চলছে। নব্বই শতাংশ কাজ শেষ করে ফেলেছি আমরা। আশা করছি সেপ্টেম্বরেই এর আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারবো।’ বলেছেন পার্থ বড়ুয়া।
সব খবর এখনি দিতে চান না এই সংগীত শিল্পী। বললেন, ‘এটা একটা ফিচার ফিল্ম হবে। ছবিটির প্রযোজক হিসেবে থাকবো আমি।’ ছোট করে এই কথাটুকুই জানালেন পার্থ।
কেমন হবে চলচ্চিত্র? কে হবেন পরিচালক? আর অভিনয় শিল্পীরাই বা কারা? জানাতে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন।
ত্রিশ বছর ধরে সোলস ব্যান্ডের হয়ে, অসংখ্য জনপ্রিয় গানে পার্থ বড়ুয়া মাতিয়ে রেখেছেন দেশের ব্যান্ড ভক্তদের।
ছবি: আশীষ সেনগুপ্ত
সারাবাংলা/পিএ/টিএস