Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভয় দেখাতে ভিকির তর সইছে না


৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৬

শেষ হল ভিকি কৌশলের পরবর্তী সিনেমার শুটিং। এবার একদম ভিন্ন ঘরানার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি। ছবির নাম শুনলেই বোঝা যাবে ছবিটি সম্পর্কে। ছবির না ‘ভূত পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’।

বোঝাই যাচ্ছে হরর ঘরানার সিনেমা হবে এটি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে দৃশ্যধারণ শেষ হওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন ভিকি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা লিখেছেন, ‘এই ছবির শুটিং করতে গিয়ে নিজেকে অনেক ভয়ের বিরুদ্ধেও মোকাবিলা করতে হয়েছে। তোমাদের ভয় দেখানোর জন্য আর তর সইছে না।’

বিজ্ঞাপন

আরও পড়ুন :  ‘অর্জন ৭১’ সিনেমার অভিনয়শিল্পীদের সঙ্গে চুক্তিস্বাক্ষর


জুন মাসে মুক্তি পেয়েছিল ছবিটির ফার্স্ট লুক। পোস্টারে ভিকির ভয় পাওয়া চেহারা অবাক করেছিল দর্শকদের। ভিকির সঙ্গে ওই ছবিতে স্ক্রিন শেয়ার করছেন ‘দম লাগাকে হাইস্যা’ খ্যাত ভূমি পেডনেকর। ছবিটি পরিচালনা করেছেন ভানু প্রতাপ সিংহ। এটি তার পরিচালিত প্রথম সিনেমা।

বিভিন্ন সূত্র বলছে, সত্যি ঘটনার উপর ভিত্তি করেই নাকি এই ছবি তৈরি হয়েছে। করণ জোহর, অপূর্ব মেহতা এবং শশাঙ্ক খৈতান যৌথভাবে ছবির প্রযোজনা করেছেন। শশাঙ্কের কথায়, ‘মুম্বাইয়ের একটি ঘটনা নিয়ে এই ছবিটা তৈরি হয়েছে। করণের খুব পছন্দ হয়েছে এই ছবির প্লট।’

সব কিছু ঠিক থাকলে চলতি বছরের ১৫ নভেম্বর মুক্তি পাবে ‘ভূত পার্ট ওয়ান- দ্য হন্টেড শিপ’।


আরও পড়ুন :

.   কলকাতায় চলছে ‘বিক্ষোভ’ ছবির শুটিং, শ্রাবন্তীর সঙ্গে শান্ত খান

.   প্রত্যেক মানুষের ‘না’ বলার অধিকার আছে: তিশা


বলিউড ভিকি কুশল সিনেমা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর