Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইফতেখার চৌধুরী’র ছবিতে প্রথমবার নুসরাত ফারিয়া


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৩

পরিচালক হিসেবে পরিচিত ইফতেখার চৌধুরী। অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা নির্মাণ করতে পছন্দ করেন তিনি। ‘খোঁজ-দ্য সার্চ’, ‘অগ্নি’ ছবিগুলো তারই প্রমাণ করে। এবার তিনি নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা। ছবির নাম এখনো চূড়ান্ত না।


আরও পড়ুন :  তাদের প্রথম দেখা হচ্ছে নেটফ্লিক্সে


ছবির নাম চূড়ান্ত না হলেও, চূড়ান্ত হয়েছে নায়িকা। আর তিনি হলেন নুসরাত ফারিয়া। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে সিনেমায় নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ইফতেখার চৌধুরী।

বিজ্ঞাপন

নাম চূড়ান্ত না হওয়া ছবিটি হবে অ্যাকশন থ্রিলার। ইফতেখার চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘ছবিটির অ্যাকশন করবে জাইকা। আশা করছি নতুন ধরনের অ্যাকশন ইপহার দিতে পারব।’

নায়িকা আগে চূড়ান্ত করার বিশেষ কোনো কারণ আছে কি না-জানতে চাইলে ইফতেখার চৌধুরী বলেন, ‘বিশেষ কোনো কারণ নেই। আমার ছবির নারী চরিত্রটি নুসরাত ফারিয়ার সঙ্গে একেবারে মানিয়ে যায়।’

শিগগিরই জানানো হবে নায়ক ও ছবির নাম। পরিচালক জানান ২০২০ সালের পহেলা বৈশাখে মুক্তি দেওয়া হবে ছবিটি।


আরও পড়ুন :

.   সারা’র ‘ফিরে দেখা’ মুহূর্ত দেখে হতবাক সবাই!

.   বুসান ও হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘শনিবার বিকেল’

.   অর্ধশতাধিক সিনেমা হলে জিৎ, বিপরীতে এক দেশি ছবি


ইফতেখার চৌধুরী নুসরাত ফারিয়া সিনেমা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর