Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাদের প্রথম দেখা হচ্ছে নেটফ্লিক্সে


৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৩ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৫

অরবিন্দ আদিগার ম্যান বুকার পুরস্কারপ্রাপ্ত উপন্যাস ‘দ্য হোয়াইট টাইগার’কে নেটফ্লিক্স অরিজিন্যালসে নিয়ে আসছেন ইরানিয়ান-মার্কিন পরিচালক রামিন বাহরানি। যে ছবিতে অভিনয় করবেন প্রিয়ঙ্কা চোপড়া এবং রাজকুমার রাও। খবর ভারতীয় গণমাধ্যমের।

এই প্রথম নেটফ্লিক্সে কাজ করবেন বড় পর্দার দুই তারকা। এর আগে রাজকুমার অবশ্য ‘অল্ট বালাজি’তে সুভাষচন্দ্র বসুকে নিয়ে তৈরি সিরিজ়ে অভিনয় করেছেন। প্রিয়াংকা অভিনয়ের পাশাপাশি এই নতুন প্রজেক্টের নির্বাহী প্রযোজকের দায়িত্বও নিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন :  সারা’র ‘ফিরে দেখা’ মুহূর্ত দেখে হতবাক সবাই!


এক বিবৃতিতে নায়িকা জানিয়েছেন, প্রথমবার রাজকুমার এবং পরিচালক রামিনের সঙ্গে কাজ করতে মুখিয়ে রয়েছেন তিনি। রাজকুমারও বলেছেন, ‘এমন একটা বিশ্বমানের প্রজেক্টে সুযোগ পেয়ে আমার খুব ভালো লাগছে।’

সাইফ আলি খান, নওয়াজ়উদ্দিন সিদ্দিকির পর সম্প্রতি শাহরুখ খানের মতো তারকাও নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হয়েছেন। এবার সেখানে যুক্ত হল আরও এক হেভিওয়েট নাম।

অরবিন্দ আদিগার উপন্যাসের ফিল্মি অ্যাডাপ্টেশন এবং প্রিয়াংকা-রাজকুমার রাওয়ের জুটি দর্শককে আকর্ষণ করার পক্ষে যথেষ্ট। বছরের শেষে শুটিং শুরু হওয়ার কথা।

প্রিয়াংকা জড়িয়েছেন নেটফ্লিক্সের আরেকটি প্রজেক্টে। যেখাতে তিনি অভিনয় করবেন সুপারহিরোর চরিত্রে। তাছাড়া বলিউডে মুক্তির প্রতীক্ষায় আছে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ সিনেমা। অন্যদিকে রাজকুমার রাও অভিনীত ‘মেড ইন চায়না’, ‘তুরাম খান’ নামের ছবিগুলো রয়েছে নির্মাণাধীন।


আরও পড়ুন :

.   বুসান ও হংকং এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘শনিবার বিকেল’

.   অর্ধশতাধিক সিনেমা হলে জিৎ, বিপরীতে এক দেশি ছবি


বিজ্ঞাপন

নেটফ্লিক্স প্রিয়াংকা চোপড়া রাজকুমার রাও

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর