সিঙ্গাপুরে শ্রীদেবী’র সঙ্গে পরিবারের সদস্যরা!
৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:১০ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৩২
তাকে বলা হয় বলিউডের প্রথম নারী সুপারস্টার। কিন্তু এই সুপারস্টার এখন নেই তার ভক্তদের মাঝে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে শ্রীদেবীর মৃত্যুর দ্বিতীয় বছর পূর্ণ হবে।
আরও পড়ুন : নকল করে স্থায়ী হওয়া যাবে না; রানু’র উদ্দেশ্যে লতা
শ্রীদেবীকে সম্মান জানাতে বুধবার (৪ সেপ্টেম্বর) তার মোমের মূর্তির উদ্বোধন হয়ে জেল সিঙ্গাপুরের মাদাম তুসো যাদুঘরে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীদেবীর স্বামী বনি কাপুর এবং দুই মেয়ে জাহ্নবী ও খুশি।
শ্রীদেবীর মূর্তি উদ্বোধনের সেই ছবি নিজের টুইটার থেকে পোস্ট করেছেন চিত্র সমালোচক তরণ আদর্শ। শ্রীদেবীর মোমের মূর্তি উদ্বোধনের কথা মঙ্গলবার টুইট করে জানান বনি কাপুরও। তিনি ভিডিও শেয়ার করে লিখেছিলেন, ‘শুধু আমাদের হৃদয়ে নয়। লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে বেঁচে থাকবেন শ্রীদেবী।’
শ্রীদেবী ১৯৮০ ও ১৯৯০-এর দশকের ভারতের বিনোদন শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নারী ছিলেন এবং তাকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম সেরা ও সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী হিসেবে গণ্য করা হয়। বিনোদন শিল্পে তার অবদানের জন্য ২০১৩ সালে ভারত সরকার তাকে দেশটির চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে ভূষিত করে। ভারতীয় চলচ্চিত্রের শতবর্ষপূর্তি উপলক্ষে ২০১৩ সালে সিএনএন-আইবিএনের এক জরিপে তিনি ‘১০০ বছরে ভারতের সেরা অভিনেত্রী’ হিসেবে নির্বাচিত হন।
শ্রীদেবী ২০১৮ সালের ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ারের বাথরুমের বাথটাবের পানিতে পড়ে দম আটকে মারা জান। বিশেষজ্ঞদের মতে, এটি ছিল একটি দুর্ঘটনা।
আরও পড়ুন : রাফির পরিচালনায় ‘পরাণ’ ছবির শুটিং শুরু