Saturday 18 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবর আজব ভালোবাসা


৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১৩ | আপডেট: ৯ ফেব্রুয়ারি ২০১৮ ১১:৩৪

এন্টারটেইনেমেন্ট করেসপনডেন্ট:

পহেলা বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে থিয়েটারওয়ালা রেপার্টরি মঞ্চস্থ করবে সাড়া জাগানো প্রেমের নাটক ‘জবর আজব ভালোবাসা’।

আগামী ১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে বিকেল ৪টা ও সন্ধ্যা ৬টায় নাটকের দুটি প্রদর্শনী হবে। নাটকটি প্রদর্শনের মধ্য দিয়ে দির্ঘদিন পর শওকত ওসমান মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটক।

পরদিন (১৪ ফেব্রুয়ারি) বিশ্ব ভালোবাসা দিবসে নাটক সরনীর (বেইলি রোড) মহিলা সমিতির মঞ্চে একই সময়ে হবে দুটি প্রদর্শনী।

নাটকে অভিনয় করেছেন রামিজ রাজু, সংগীতা চৌধুরী এবং সাইফ সুমন। আন্তন চেখভের নাটক ‘দ্যা বিয়ার’ এর অনুবাদ করেছেন মোবারক হোসেন খান। তিনটি চরিত্র নিয়ে সাজানো নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন।

নির্দেশক সাইফ সুমন বলেন, ‘যারা এবারের বসন্ত ও ভালোবাসা দিবসে তাদের সময়টুকু আরেকটু আনন্দময় করে তুলতে চান, তারা এই নাটকটি দেখে একঘণ্টা সময় আমাদের সাথে কাটাতে পারেন নিশ্চিন্তে।’

সারাবাংলা/টিএস/পিএ

জবর আজব ভালোবাসা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর