অস্কারের আগেই সিক্যুয়ালের ইচ্ছা
৮ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:৪১
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। ৪ মার্চ অনুষ্ঠিত হবে ৯০তম অস্কারের মূল আয়োজন। ২৪টি বিভাগের সেরাদের হাতে তুলে দেয়া হবে অস্কার ট্রফি।
এবারের অস্কারে সেরা পরিচালক বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমেরিকান পরিচালক জর্ডান পিলি। ‘গেট আউট’ ছবির জন্য অস্কারে মনোনয়ন পেয়েছেন তিনি।
অস্কারের ঘোষণা আসার আগেই ‘গেট আউট’ ছবির সিক্যুয়াল নির্মাণের ইচ্ছার কথা প্রকাশ করলেন পরিচালক। জানিয়েছেন, ‘আমি সিরিয়াসলি ভাবছি ছবিটির সিক্যুয়াল নির্মাণ নিয়ে।’
পরিচালক আরো জানান, ‘ছবিটি নিয়ে প্রচুর প্রতিক্রিয়া পাচ্ছি। এ কারণেই সিক্যুয়াল নিয়ে ভাবছি আমি। এটা আমার কাছে ব্যক্তিগত ইস্যু হয়ে গেছে।’
পরিচালক জর্ডান পিলি তার সাক্ষাৎকারে দর্শকদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তিনি আরো অনেক ধরনের গল্প বলতে চান। প্রথমে ‘গেট আউট’ সিনেমার কোনো সিক্যুয়ালের চিন্তা ছিল না পরিচালকের। কিন্তু এখন সেটা ভাবতে বাধ্য হচ্ছেন জর্ডান পিলি।
‘গেট আউট’ মূলত ভৌতিক ঘরানার সিনেমা। তবে এর মধ্য দিয়ে পরিচালক বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
সারাবাংলা/পিএ/টিএস