‘জিন’ ছবির নতুন নায়িকা মুন
১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২১ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৭
ক্যারিয়ারের তৃতীয় সিনেমার কাজ শুরু করলেন জান্নাতুন নূর মুন। সিনেমাটির নাম ‘জিন’। এ ছবিতে মুনের নায়ক রোশান। মুনের চরিত্রে অভিনয় করার কথা ছিল পিয়া বিপাশার। কিন্তু ছবিটিতে শেষপর্যন্ত তিনি অভিনয় না করায়, সেই চরিত্রে অভিনয় করছেন মুন।
আরও পড়ুন : রেশমি চরিত্রে তাপসী, ছুটবেন রকেটের মতো
‘জিন’ ছবিতে মুনের যুক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী আলিমুল্লাহ খোকন। তিনি সারাবাংলাকে বলেন, ‘পিয়া বিপাশার যে চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেই চরিত্রে এখন অভিনয় করছেন মুন। তিনি শুটিংয়েও অংশ নিয়েছেন। বেশ কিছুদিন ধরেই শুটিং চলছে।’
মুন অভিনীত প্রথম সিনেমা ‘গহীন বালুচর’। বদরুল আনাম সৌদের পরিচালিত সিনেমায় গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন মুন। তবে জিন সিনেমায় গ্ল্যামার লুকেই ফিরবেন তিনি। ২০১৪ সালে ভিট চ্যানেল আইয়ের প্রতিযোগীও ছিলেন মুন।
‘জিন’ ছবিতে মুনের বিপরীতে অভিনয় করছেন নায়ক রোশান। এছাড়াও আরেকটি জুটি রয়েছে ছবিতে। তারা হলেন নায়িকা পূজা চেরী এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সজল। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী।
আরও পড়ুন : ম্যাজিক হলো না প্রভাস-শ্রদ্ধা’র ‘সাহো’-তে