রেশমি চরিত্রে তাপসী, ছুটবেন রকেটের মতো
১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৩ | আপডেট: ১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৩
বলিউড অভিনেত্রী তাপসী পান্নু ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করে নামের এক ধরনের ইমেজ তৈরি করে ফেলেছেন। চরিত্র যেমনই হোক, গল্পকে প্রাধান্য দিয়েই সিনেমা হাতে নিচ্ছেন তিনি। বলিউডে এখন নানা করমের গল্পের ছবি নির্মিত হচ্ছে। তাই তাপসী পান্নুও ব্যস্ত খুব।
তাপসীর নতুন সিনেমা রেশমি রকেট। ভারতের গুজরাটের এক অ্যাথলেট মেয়ের জীবনের গল্প নিয়ে এই সিনেমা। রেশমি অনেক জোরে দৌড়াতে পারত। তাই এলাকার সবাই তাকে ভালোবেশে রেশমি রকেট বলে ডাকত। সেই নামেই হচ্ছে সিনেমা’র নাম।
আরও পড়ুন : ম্যাজিক হলো না প্রভাস-শ্রদ্ধা’র ‘সাহো’-তে
ছবিটি পরিচালনা করবেন আকর্শ খুরানা। এরই মধ্যে প্রকাশ হয়েছে সিনেমার পোস্টার এবং ছবিতে তাপসীর লুক। গুজরাটি পোশাকে নতুনভাবে দেখা গেছে তাকে। ছবির পোস্টার শেয়ার করে তাপসী ক্যাপশনে লিখেছেন-ফোর্বস সম্পর্কে জানি না, কিন্তু এই প্রতিযোগিতা আমি জিততেও পারি।
তাপসী মজা করে আরও জানিয়েছেন, তার অভিনীত অধিকাংশ সিনেমাতেই দৌড়াতে হয়। তবে এবার দৌড়াতে হবে অ্যাথলেটের মতো। তাপসী এর আগে হকি প্লেয়ারের চরিত্রে অভিনয় করেছেন, অভিনয় করেছেন শার্প শুটারের চরিত্রেও। এবার প্রথমবার অভিনয় করতে যাচ্ছেন অ্যাথলেটের চরিত্রে।
রেশমি রকেট ছবির পোস্টার শেয়ার করে তাপসীকে শুভ কামনা জানিয়েছেন বলিউড স্টার অক্ষয় কুমার। ছবিটি মুক্তি পাবে ২০২০ সালে।
আরও পড়ুন : ঋতু আসে, কিন্তু ঋতু আসেন না