Friday 24 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্ষয় কুমারের জমজ ভাইয়ের দেখা মিলল কাশ্মীরে!


৩০ আগস্ট ২০১৯ ১২:১৩ | আপডেট: ৩০ আগস্ট ২০১৯ ১৩:৪৪

শিরোনাম দেখে চোখ ছানাবড়া হয়ে যাওয়ার কথা। কাশ্মীর নিয়ে যখন পাকিস্তান ও ভারতের যুদ্ধ যুদ্ধ ভাব, ঠিক তখন কাশ্মীরে পাওয়া গেলো বলিউড তারকা অক্ষয় কুমারের ভাইকে!

যারা অক্ষয় কুমারের ভক্ত, তার সম্পর্কে টুকটাক খোঁজ রাখেন, তারা জানেন অক্ষয় পাঞ্জাবী বংশোদ্ভূত। পাঞ্জাবী বংশোদ্ভূত বলিউড খিলাড়ির ভাই কাশ্মীরে থাকবেন—এটা বিশ্বাস করতে কষ্ট হতে পারে।

বিষয়টা একটু খুলে বলা যাক। আশীষ সিং নামের এবিপি নিউজের এক সাংবাদিক কাশ্মীরের বাসিন্দা মীর মাজিদের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। ছবির সঙ্গে ক্যাপশনে লেখেন–সুনীল গাভাস্কারের কাশ্মীরি ভক্ত মীর মাজিদের সঙ্গে দেখা। তিনি সুনীল গাভাস্কারের সেই টুপি প্রতিদিন পরে থাকেন ধর্মের মত।

কিন্তু আশীষ সিংয়ের এই ক্যাপশন নেটিজনরা আমলে নেয়নি। বরং তারা ছবির মীর মাজিদের সঙ্গে অক্ষয় কুমারের চেহারার অবিকল মিল খুঁজে পেয়েছেন। মুহূর্তেই সেই ছবি ভাইরাল হয়ে যায়।

এর আগে সালমান খান, শাহরুখ খান, জ্যাকলিন ফার্নান্দেজ, জন আব্রাহাম, ঐশ্বর্য রাই বচ্চন, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফের যমজদের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল।

অক্ষয় কুমার জমজ ভাই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর